
মাগুরা রিপোর্টার্স ইউনিটিকে সমাজসেবা অধিদপ্তরের সরকারি রেজিস্ট্রেশন প্রদান।
মাগুরা প্রতিনিধি,
মাগুরা, ২ জুলাই ২০২৫:
আজ মাগুরা রিপোর্টার্স ইউনিটি বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন জেলা সমাজসেবা কার্যালয় থেকে “রিপোর্টার্স ইউনিটি কল্যানণ সংস্থা” নামে সরকারি রেজিস্ট্রেশন লাভ করেছে।
রেজিস্ট্রেশন সনদটি প্রদান করেন মাগুরা জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাহিদুল আলম এবং উপপরিচালক জনাব জাকির হোসেন। এসময় রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ ও কর্মীরা রেজিস্ট্রেশন সনদ গ্রহণ করেন।
এই ঐতিহাসিক অর্জন উপলক্ষে রিপোর্টার্স ইউনিটির কেন্দ্রীয় কার্যালয়, হাজীপুর কমপ্লেক্স (দ্বিতীয় তলা)-তে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মাগুরা জেলার জেলা ও থানা পর্যায়ের রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ, মাগুরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্যগণ, এবং বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধি—যেমন দীপ্ত টিভি, ইন্ডিপেন্ডেন্ট, এটিএন বাংলা, এসএ টিভি, প্রথম আলো, যুগান্তর ও অন্যান্য পত্রিকার সম্পাদক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন রিপোর্টার্স ইউনিটি কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি এন. এইচ. কামরুল ইসলাম। তিনি বলেন, “প্রেসক্লাব মাগুরা জেলায় সাংবাদিকদের জন্য হলেও বাস্তবে অধিকাংশ সাংবাদিকই সেখানে উপেক্ষিত। তাই বিকল্প প্ল্যাটফর্ম হিসেবে রিপোর্টার্স ইউনিটি কল্যাণ সংস্থার সৃষ্টি। আজ আমরা সরকারি স্বীকৃতি পেয়েছি, যা আমাদের সামাজিক দায়বদ্ধতা আরও বাড়িয়ে দিয়েছে।”
সংগঠনের আহ্বায়ক নাজমুল হাসান মিরাজ বলেন, “রেজিস্ট্রেশন আমাদের দায়িত্ব বাড়িয়েছে। আমরা মাগুরাকে একটি সুস্থ ও ন্যায়ের সমাজ গঠনের লক্ষ্যে কাজ করে যাব।” তিনি আরও জানান, “মাগুরা রিপোর্টার্স ইউনিটির নাম ব্যবহার করে কিছু কুচক্রী মহল অতীতে চাঁদাবাজি ও অনৈতিক কাজে জড়িত ছিল। এখন থেকে প্রশাসনের সহায়তায় এমন অপপ্রয়াস প্রতিহত করা হবে।”
অনুষ্ঠান শেষে অসহায় ও দুঃস্থদের মাঝে খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়।
সবশেষে, প্রতিষ্ঠাতা সভাপতি এন. এস. কামরুল ইসলাম সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।