মাগুরা নোমানী ময়দানে অস্বাস্থ্যকর খাবার বিক্রি: ফাস্টফুড দোকানকে ৫ হাজার টাকা জরিমানা
এইচ এন কামরুল ইসলাম মাগুরা।
মাগুরা শহরের প্রাণকেন্দ্র নোমানী ময়দানে অবস্থিত একটি ফাস্টফুড দোকানকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে ৫,০০০ (পাঁচ হাজার) টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার ০৫-০৭-২৫ সন্ধ্যায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন অধিদপ্তরের মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ৷। অভিযানে সহযোগিতা করেন মাগুরা জেলা প্রশাসন ও জেলা পুলিশের একটি টিম।
অভিযানে দেখা যায়, দোকানে ব্যবহৃত কিছু খাদ্যপণ্যের মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে এবং খাবার প্রস্তুতের স্থান ছিল অত্যন্ত অস্বাস্থ্যকর। সাধারণ জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
স্থানীয় ভোক্তারা অধিদপ্তরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং অনুরোধ জানিয়েছেন যেন নিয়মিতভাবে এরকম নজরদারি চালু রাখা হয়।