মাগুরায় ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন
এ,কে,এম মাজেদুল আলম( ইভান)
ঐতিহাসিক ৩৬ জুলাই (৫ আগস্ট) ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে মাগুরায় ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
সোমবার (১৪ জুলাই ২০২৫) দুপুর ১২টায় মাগুরা সদর উপজেলার ঢাকা রোড ব্রিজ সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের নির্ধারিত স্থানে স্মৃতিস্তম্ভটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা প্রশাসক মো. ওহিদুল ইসলাম।
উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “এই স্মৃতিস্তম্ভ কেবল একটি নির্মাণ প্রকল্প নয়, এটি ভবিষ্যৎ বাংলাদেশে ন্যায়, অধিকার ও বৈষম্যহীনতার প্রতীক হয়ে থাকবে। আমরা এমন একটি রাষ্ট্র গড়তে চাই যেখানে সবাই সমান সুযোগ পাবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, ‘জুলাই শহীদ’ পরিবারের সদস্যরা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং ‘জুলাই অভ্যুত্থান দিবস বাস্তবায়ন কমিটি’র সদস্যরা।
জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নাহিদ পারভেজ জানান, প্রায় ১৪ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন এ স্মৃতিস্তম্ভের কাজ চলতি মাসের ৩০ জুলাইয়ের মধ্যে শেষ করার লক্ষ্যে কাজ চলছে।
বক্তারা বলেন, ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ কেবল শহীদদের স্মরণেই নয়, এটি একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে জাতিকে অনুপ্রাণিত করবে।
মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ বলেন, “জুলাই স্মৃতিস্তম্ভ জাতীয় ঐক্যের প্রতীক। অতীতে যেমন আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছিলাম, ভবিষ্যতেও তেমনি ঐক্যবদ্ধভাবে বৈষম্যের বিরুদ্ধে লড়ব।”
বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার আমির এমবি বাকের বলেন, “এই স্মৃতিস্তম্ভ স্বাধীনতা সংগ্রামের ধারাবাহিকতায় ন্যায়ের প্রতীক হয়ে থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে সত্য ইতিহাস জানাতে সহায়তা করবে।”
সংশ্লিষ্টরা জানান, স্মৃতিস্তম্ভ নির্মাণের মধ্য দিয়ে ইতিহাসচর্চা, প্রজন্মান্তরে মুক্তিযুদ্ধ ও গণআন্দোলনের চেতনা ছড়িয়ে দেওয়ার একটি দৃঢ় পদক্ষেপ হিসেবে এটি কাজ করবে।