মাগুরা জেলা প্রশাসকের জেলা কারাগার পরিদর্শন
এইচ.এন. কামরুল ইসলাম, মাগুরা।
আজ বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, মাগুরা জেলা প্রশাসক জনাব মোঃ অহিদুল ইসলাম মাগুরা জেলা কারাগার পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি কারাগারের সার্বিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। নিরাপত্তা ব্যবস্থা, বন্দিদের আবাসন পরিস্থিতি, খাদ্য সরবরাহ, স্বাস্থ্যসেবা, ও বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, এসব বিষয় তিনি ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের কাছ থেকে সরাসরি তথ্য গ্রহণ করেন।
জেলা প্রশাসক কারাগারে বন্দিদের কল্যাণমূলক কার্যক্রম, প্রশিক্ষণ ও পুনর্বাসন কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন এবং এসব কার্যক্রমকে আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন,বন্দিদের মানবিক দৃষ্টিতে দেখা প্রয়োজন। সমাজে তাদের পুনর্বাসনের সুযোগ সৃষ্টি করাই হবে প্রকৃত ন্যায়বিচার।
এসময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সাথে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। জেলা প্রশাসকের এ ধরনের উদ্যোগ কারা ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন ও মানবিকতা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।