মাগুরা মডেল মসজিদে ধর্ম বিষয়ক উপদেষ্টার যাত্রাবিরতি
মাগুরা প্রতিনিধি
বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আবুল ফয়েজ মুহাম্মদ (এ.এফ.এম) খালিদ হোসেন খুলনাগামী পথে শুক্রবার (১৮ জুলাই) সকাল ৮ ঘটিকায় মাগুরার ঐতিহ্যবাহী সরকারি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র-এ সংক্ষিপ্ত যাত্রা বিরতি করেন।
এসময় মসজিদ প্রাঙ্গণে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম, পুলিশ সুপার মিনা মাহমুদা, মডেল মসজিদের উপ পরিচালক মোহাম্মদ মজিব উল্লাহ ফরহাদ সহ জেলার ধর্ম বিষয়ক বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
উপদেষ্টা মহোদয় মডেল মসজিদে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দনের মাধ্যমে বরণ করে নেন কর্মকর্তারা। তিনি মসজিদ পরিদর্শনকালে জেলার ধর্মীয় ও সামাজিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন এবং মডেল মসজিদের কার্যক্রম ও ধর্মচর্চা সম্প্রসারণে সন্তোষ প্রকাশ করেন।
প্রায় এক ঘণ্টা যাত্রা বিরতির পর ধর্ম বিষয়ক উপদেষ্টা সরকারি প্রটোকলসহ তার গন্তব্য খুলনার উদ্দেশ্যে মাগুরা ত্যাগ করেন।
মসজিদ কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন এই সংক্ষিপ্ত সফরকে মাগুরার ধর্মীয় অগ্রগতির প্রতি সরকারের উচ্চপর্যায়ের আগ্রহের প্রকাশ হিসেবে দেখছেন।