জুলাই শহীদদের স্মরণে মাগুরায় বৃক্ষরোপণ কর্মসূচি
মাগুরা প্রতিনিধি,
মাগুরা, ১৯ জুলাই ২০২৫
জুলাই আন্দোলনের বীর শহীদদের স্মরণে মাগুরায় আয়োজিত হলো এক ব্যতিক্রমধর্মী পরিবেশবান্ধব কর্মসূচি—বৃক্ষরোপণ।
জেলা প্রশাসনের উদ্যোগে আজ সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ২০২৪ সালের জুলাই-আগস্ট গণআন্দোলনে আত্মোৎসর্গকারী মাগুরার ১০ শহীদের স্মরণে ১০টি গাছ রোপণ করা হয়। প্রতিটি গাছ যেন শহীদদের আত্মত্যাগের এক জীবন্ত স্মারক হয়ে উঠেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। তিনি নিজ হাতে একটি গাছ রোপণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিনা মাহমুদা, যিনি শহীদদের আত্মত্যাগকে আগামী প্রজন্মের জন্য প্রেরণার উৎস হিসেবে বর্ণনা করেন।
জুলাই পুনর্জাগরণ সপ্তাহের অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচি শুধু শহীদদের স্মরণ নয়, বরং পরিবেশ ও মানবিক চেতনার মেলবন্ধন হিসেবেও বিবেচিত হচ্ছে।