, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :

মাগুরায় ‘সবুজ উৎসব পালন দিবস’-এর উদ্বোধন ঘোষণা করলেন জেলা প্রশাসক

  • প্রকাশের সময় : ০৩:০৮ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • ২১৬ পড়া হয়েছে

 

মাগুরায় ‘সবুজ উৎসব পালন দিবস’-এর উদ্বোধন ঘোষণা করলেন জেলা প্রশাসক

 

এইচ.এন. কামরুল ইসলাম, মাগুরা

 

পরিবর্তনে আমরা সংগঠনের উদ্যোগে এবং মাগুরা জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায়. মরুরে চাহি না, চাহি বৃক্ষরে, নেব কিশলয়ে ঠাঁই কচি-সবুজের উৎসব আজই মোহনীয় মাগুরায়, এই স্লোগানকে সামনে রেখে আজ ২১ জুলাই সোমবার সকাল ৯টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে আনুষ্ঠানিকভাবে ‘জুলাই অভ্যুত্থান সবুজ উৎসব পালন কর্মসূচি’ উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধন ঘোষণা করেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ ওহিদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের, “পরিবর্তনে আমরা” সংগঠনের প্রধান সমন্বয়ক দুর্জয়, জেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন,বর্তমান সরকার দেশের সবুজায়নকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। সেই ধারাবাহিকতায় মাগুরা জেলায় গাছ লাগানোর প্রতিযোগিতা ও উৎসাহ সৃষ্টি করতেই এই সবুজ উৎসবের আয়োজন করা হয়েছে।

তিনি আরও জানান, ব্যক্তিগতভাবে কিংবা সংগঠনের মাধ্যমে গাছ লাগিয়ে অথবা চারা বিতরণ করে তা ‘পরিবর্তনে আমরাই – সবুজ উৎসব’ ফেসবুক গ্রুপে ছবি হিসেবে পোস্ট করতে অনুরোধ করা হয়েছে। একটি যাচাই-বাছাই কমিটি এসব ছবি পর্যালোচনা করে ২৭ জুলাইয়ের মধ্যে নির্বাচিত অংশগ্রহণকারীদের পুরস্কৃত করবে।

সবশেষে জেলা প্রশাসক এই উদ্যোগকে একটি পরিবেশবান্ধব সামাজিক আন্দোলনে রূপান্তরের প্রত্যাশা ব্যক্ত করেন।

জনপ্রিয়

মাগুরায় ‘সবুজ উৎসব পালন দিবস’-এর উদ্বোধন ঘোষণা করলেন জেলা প্রশাসক

প্রকাশের সময় : ০৩:০৮ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫

 

মাগুরায় ‘সবুজ উৎসব পালন দিবস’-এর উদ্বোধন ঘোষণা করলেন জেলা প্রশাসক

 

এইচ.এন. কামরুল ইসলাম, মাগুরা

 

পরিবর্তনে আমরা সংগঠনের উদ্যোগে এবং মাগুরা জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায়. মরুরে চাহি না, চাহি বৃক্ষরে, নেব কিশলয়ে ঠাঁই কচি-সবুজের উৎসব আজই মোহনীয় মাগুরায়, এই স্লোগানকে সামনে রেখে আজ ২১ জুলাই সোমবার সকাল ৯টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে আনুষ্ঠানিকভাবে ‘জুলাই অভ্যুত্থান সবুজ উৎসব পালন কর্মসূচি’ উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধন ঘোষণা করেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ ওহিদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের, “পরিবর্তনে আমরা” সংগঠনের প্রধান সমন্বয়ক দুর্জয়, জেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন,বর্তমান সরকার দেশের সবুজায়নকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। সেই ধারাবাহিকতায় মাগুরা জেলায় গাছ লাগানোর প্রতিযোগিতা ও উৎসাহ সৃষ্টি করতেই এই সবুজ উৎসবের আয়োজন করা হয়েছে।

তিনি আরও জানান, ব্যক্তিগতভাবে কিংবা সংগঠনের মাধ্যমে গাছ লাগিয়ে অথবা চারা বিতরণ করে তা ‘পরিবর্তনে আমরাই – সবুজ উৎসব’ ফেসবুক গ্রুপে ছবি হিসেবে পোস্ট করতে অনুরোধ করা হয়েছে। একটি যাচাই-বাছাই কমিটি এসব ছবি পর্যালোচনা করে ২৭ জুলাইয়ের মধ্যে নির্বাচিত অংশগ্রহণকারীদের পুরস্কৃত করবে।

সবশেষে জেলা প্রশাসক এই উদ্যোগকে একটি পরিবেশবান্ধব সামাজিক আন্দোলনে রূপান্তরের প্রত্যাশা ব্যক্ত করেন।