
প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ
এইচ এন কামরুল ইসলাম মাগুরা।
মাগুরায় ৮০টি হুইলচেয়ারসহ ট্রাইসাইকেল, ওয়াকার ও স্মার্ট সাদাছড়ি বিতরণ
মাগুরা, ২৪ জুলাই ২০২৫ বৃহস্পতিবার
মাগুরা জেলা প্রশাসকের উদ্যোগে আজ জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভার প্রতিবন্ধী নাগরিকদের মাঝে হুইলচেয়ারসহ বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক জনাব মোঃ অহিদুল ইসলাম। তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়ন ও সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আজকের এ সহায়তা কার্যক্রম তাদের দৈনন্দিন জীবনকে আরও সহজ ও স্বাভাবিক করতে সহায়ক হবে।
উপজেলাভিত্তিক বিতরণ তালিকা অনুযায়ী, মাগুরা সদরে ৩২টি, শ্রীপুরে ১০টি মহম্মদপুরে ২০টি হুইল চেয়ার ও ১টি সাদাছড়ি, শালিখায় ১০টি হুইল চেয়ার এবং পৌরসভায় হুইল চেয়ার, ট্রাইসাইকেল, ওয়াকার, সাদাছড়ি, ক্র্যাস ও কর্ণার চেয়ার বিতরণ করা হয়।
সামগ্রিকভাবে বিতরণকৃত উপকরণের মধ্যে ছিল হুইল চেয়ার: ৮০টি, ট্রাইসাইকেল: ১০টি, অক্সালারি ক্র্যাস: ৪টি,স্মার্ট সাদাছড়ি: ২টি, এলবোক্র্যাচ: ১টি,,কর্ণার চেয়ার: ১টি,ফোল্ডিং ওয়াকার: ১টি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাগুরা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা, সংশ্লিষ্ট উপজেলার প্রতিনিধিবৃন্দ এবং উপকারভোগী পরিবারসমূহ।
জেলা প্রশাসক সকল প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অব্যাহত সহায়তার প্রতিশ্রুতি দেন এবং তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।