ট্রাম্পের বিশেষ দূত আসছেন মস্কোতে, যুদ্ধ বন্ধে চূড়ান্ত বার্তা
এ কে এম মাজেদুল আলম,ইভান। মাগুরা।
(৪আগস্ট ২০২৫)
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর চাপ বাড়িয়েছেন। তিনি হুঁশিয়ার করে বলেছেন, আগামী সপ্তাহের মধ্যে মস্কো শান্তির পথে অগ্রসর না হলে রাশিয়ার বিরুদ্ধে নতুন ও অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
এই পরিস্থিতিতে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের চলতি সপ্তাহে রাশিয়া সফরের কথা রয়েছে। ক্রেমলিন এ সফরকে “গুরুত্বপূর্ণ ও গঠনমূলক” আখ্যা দিয়েছে এবং পুতিনের সঙ্গে বৈঠকের সম্ভাবনার কথাও জানিয়েছে।
এদিকে ট্রাম্প জানান, রাশিয়ার সঙ্গে উত্তেজনার জেরে তিনি দুটি পারমাণবিক সাবমেরিন ওই অঞ্চলে মোতায়েন করেছেন, যদিও তাদের অবস্থান গোপন রাখা হয়েছে।
রাশিয়ার পক্ষ থেকে এ বিষয়ে উদ্বেগ জানিয়ে ‘পরমাণু ইস্যুতে সতর্কতা’ বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।
অন্যদিকে, যুদ্ধবিরতির আহ্বান অগ্রাহ্য করে পুতিন বলেন, “আমরা শান্তি চাই, তবে রাশিয়ার শর্ত অপরিবর্তিত থাকবে।” মস্কো দাবি করে, ইউক্রেনের চারটি অঞ্চল তাদের অধীনে থাকবে এবং কিয়েভকে ন্যাটোতে যোগদানের আকাঙ্ক্ষা পরিত্যাগ করতে হবে।
ইতিমধ্যে ইউক্রেন ড্রোন হামলা চালিয়ে সোচিতে তেল ডিপোতে আগুন লাগিয়েছে এবং পাল্টা হামলার প্রস্তুতির ঘোষণা দিয়েছে।