মাগুরায় জুলাইয়ের ১০ শহীদের স্মরণে শোক র্যালি ও দোয়া মাহফিল
মো: মঈনুর রহমান,পলিন। মাগুরা৷
মাগুরায় ২০২৪ সালের ৪ আগস্ট নিহত শহীদ মেহেদী হাসান রাব্বি, শহীদ ফরহাদসহ ১০ শহীদের স্মরণে শোক র্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় মাগুরা পৌরসভার ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
শোক র্যালিটি শুরু হয় ঢাকা রোডের সেই ঐতিহাসিক স্থান থেকে, যেখানে রাব্বি ও ফরহাদ গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় স্থানে এসে সমবেত হয় এবং সেখানে অনুষ্ঠিত হয় এক হৃদয়বিদারক দোয়া মাহফিল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান, যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব কিশোর, আলমগীর হোসেন, এডভোকেট শাহিদ হাসান টগর, জেলা নেতা খান আমিনুর রহমান পিকুলসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
মুখ্য ভূমিকায় অনুষ্ঠানটি পরিচালনা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব শফিকুল ইসলাম।
নেতৃবৃন্দ বলেন,
জুলাই শহীদদের রক্ত বৃথা যেতে পারে না। এই আত্মত্যাগের মধ্য দিয়েই আমরা মুক্ত গণতন্ত্রের পথ খুঁজে পেয়েছি। বাংলাদেশে আর যেন কোনো ফ্যাসিবাদী শাসন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে—সেই শপথ নিয়েই আমরা আজ আবারও রাস্তায়।
দোয়া মাহফিলে শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য আল্লাহর সাহায্য প্রার্থনা করা হয়।