
নবগঙ্গা নদীতে ডুবে নিখোঁজ তানভীরের মরদেহ উদ্ধার
মো:মঈনুর রহমান, পলিন। মাগুরা।
:মাগুরা শহরতলির পারনান্দুয়ালী গ্রামের সাত বছর বয়সী শিশু তানভীর হোসেনের মরদেহ নিখোঁজের ১৯ ঘণ্টা পর নবগঙ্গা নদী থেকে উদ্ধার করা হয়েছে।
বুধবার (৬ আগস্ট) সকাল ১১টার দিকে তানভীর সহপাঠীদের সঙ্গে নবগঙ্গা নদীর তীরে খেলতে গেলে দুর্ঘটনাবশত নদীতে পড়ে যায়। প্রত্যক্ষদর্শীদের মতে, খেলাধুলার একপর্যায়ে রেলিংয়ের উপর হাঁটতে গিয়ে পা পিছলে পড়ে যায় সে। খবর পেয়ে মাগুরা ও ফরিদপুর থেকে আগত ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের ১০ জন ডুবুরি উদ্ধার অভিযান চালায়, তবে তীব্র স্রোতের কারণে অভিযান ব্যাহত হয় এবং সেদিন সন্ধ্যায় অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ৬টার দিকে স্থানীয়রা ঘটনাস্থল থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে বারাশিয়া ইউসুফ মোল্লার ঘাটে তানভীরের মরদেহ ভেসে থাকতে দেখেন। ওই এলাকার ইঞ্জাল নামের এক ব্যক্তি মরদেহটি দেখতে পেয়ে স্থানীয় জেলে শামীম মোল্লার সহায়তায় তা উদ্ধার করেন।
শিশু তানভীরের মৃত্যুতে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।











