, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :

মাগুরায় অবসরপ্রাপ্ত সৈনিকদের সমাজ গঠনে ভূমিকা শীর্ষক আলোচনা সভা

  • প্রকাশের সময় : ০১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫
  • ৮০ পড়া হয়েছে

মাগুরায় অবসরপ্রাপ্ত সৈনিকদের সমাজ গঠনে ভূমিকা শীর্ষক আলোচনা সভা

এইচ.এন. কামরুল ইসলাম, মাগুরা:

দেশপ্রেম কখনো অবসর নেয় না এই মর্মবাণীকে সামনে রেখে মাগুরার মহম্মদপুরে অনুষ্ঠিত হলো একটি ব্যতিক্রমধর্মী আলোচনা সভা।
বৃহস্পতিবার (৭ আগস্ট ২০২৫) দুপুরে মহম্মদপুর উপজেলা মডেল মসজিদের হল রুমে বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থা, মহম্মদপুর উপজেলা শাখার আয়োজনে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

আলোচনায় উঠে আসে, শুধু যুদ্ধের মাঠেই নয়—শান্তির সময়েও অবসরপ্রাপ্ত সৈনিকদের অভিজ্ঞতা, শৃঙ্খলা ও দেশপ্রেম জাতীয় অগ্রযাত্রার পাথেয় হয়ে উঠতে পারে। সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন খ্যাতিমান কৃষি বিজ্ঞানী ও কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ আলী আফজাল। তিনি বলেন, অবসরপ্রাপ্ত সৈনিকরা জাতির সেরা সম্পদ। যুদ্ধের পর তাঁরা যেন সমাজ উন্নয়নের সৈনিক হয়ে উঠেন এটাই সময়ের দাবি।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা সৈনিক সংস্থার সভাপতি মফিজুর রহমান হারুন। বক্তব্য দেন এসএম ইউনুস আলী, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, কাজী সালিমা হক মহিলা কলেজসহ আরও অনেকে।

বক্তারা বলেন, প্রাক্তন সৈনিকরা দুর্যোগ মোকাবিলা, শিক্ষার প্রসার, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং জাতীয় উন্নয়নে প্রশংসনীয় অবদান রাখতে পারেন। তাদের সুনির্দিষ্ট ভূমিকা ও সংগঠিত অংশগ্রহণ দেশের জন্য হতে পারে এক নতুন সম্ভাবনার দিগন্ত।

আলোচনা সভায় মহম্মদপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রায় দুই শতাধিক প্রাক্তন সৈনিক অংশ নেন, যারা অনুষ্ঠান শেষে অঙ্গীকার করেন দেশকে ভালোবাসার কাজ এখনো শেষ হয়নি।

জনপ্রিয়

মাগুরায় অবসরপ্রাপ্ত সৈনিকদের সমাজ গঠনে ভূমিকা শীর্ষক আলোচনা সভা

প্রকাশের সময় : ০১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫

মাগুরায় অবসরপ্রাপ্ত সৈনিকদের সমাজ গঠনে ভূমিকা শীর্ষক আলোচনা সভা

এইচ.এন. কামরুল ইসলাম, মাগুরা:

দেশপ্রেম কখনো অবসর নেয় না এই মর্মবাণীকে সামনে রেখে মাগুরার মহম্মদপুরে অনুষ্ঠিত হলো একটি ব্যতিক্রমধর্মী আলোচনা সভা।
বৃহস্পতিবার (৭ আগস্ট ২০২৫) দুপুরে মহম্মদপুর উপজেলা মডেল মসজিদের হল রুমে বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থা, মহম্মদপুর উপজেলা শাখার আয়োজনে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

আলোচনায় উঠে আসে, শুধু যুদ্ধের মাঠেই নয়—শান্তির সময়েও অবসরপ্রাপ্ত সৈনিকদের অভিজ্ঞতা, শৃঙ্খলা ও দেশপ্রেম জাতীয় অগ্রযাত্রার পাথেয় হয়ে উঠতে পারে। সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন খ্যাতিমান কৃষি বিজ্ঞানী ও কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ আলী আফজাল। তিনি বলেন, অবসরপ্রাপ্ত সৈনিকরা জাতির সেরা সম্পদ। যুদ্ধের পর তাঁরা যেন সমাজ উন্নয়নের সৈনিক হয়ে উঠেন এটাই সময়ের দাবি।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা সৈনিক সংস্থার সভাপতি মফিজুর রহমান হারুন। বক্তব্য দেন এসএম ইউনুস আলী, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, কাজী সালিমা হক মহিলা কলেজসহ আরও অনেকে।

বক্তারা বলেন, প্রাক্তন সৈনিকরা দুর্যোগ মোকাবিলা, শিক্ষার প্রসার, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং জাতীয় উন্নয়নে প্রশংসনীয় অবদান রাখতে পারেন। তাদের সুনির্দিষ্ট ভূমিকা ও সংগঠিত অংশগ্রহণ দেশের জন্য হতে পারে এক নতুন সম্ভাবনার দিগন্ত।

আলোচনা সভায় মহম্মদপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রায় দুই শতাধিক প্রাক্তন সৈনিক অংশ নেন, যারা অনুষ্ঠান শেষে অঙ্গীকার করেন দেশকে ভালোবাসার কাজ এখনো শেষ হয়নি।