মাগুরায় সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ
মাগুরা প্রতিনিধি (০৯ আগষ্ট, ২০২৫):
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন সহ দেশব্যাপী সাংবাদিকদের উপর হামলা, হত্যা ও নির্যাতনের তীব্র প্রতিবাদ জানিয়ে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে মাগুরা সরকারি কলেজের সামনে মাগুরা রিপোর্টার্স ইউনিটি সহ বিভিন্ন সাংবাদিক সংগঠন ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
এ সময় বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। বক্তব্য দেন দৈনিক যুগান্তরের মাগুরা জেলা প্রতিনিধি আবু বাসার আখন্দ, মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি এইচ এন কামরুল ইসলাম, বিজয় টিভির ওবায়দুর রহমান, গণকণ্ঠের এম ফেরদৌস রেজা, এসএ টিভির জেলা প্রতিনিধি আব্দুল আজিজসহ অন্যরা।
বক্তারা অভিযোগ করেন, দেশে তথ্য প্রকাশের স্বাধীনতার পরিস্থিতি ক্রমেই নাজুক হয়ে পড়ছে। তারা বলেন, ‘মব’ সংস্কৃতি ও ভয়ভীতি প্রদর্শন বন্ধ করে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করলেই গণতন্ত্র সুদৃঢ় হবে।