
মাগুরায় জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও ধর্মীয় অনুষ্ঠান
মাগুরা প্রতিনিধি
আজ ১৬ই আগস্ট শনিবার ২০২৫ হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী উপলক্ষে আজ শনিবার মাগুরা জেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে। জেলার বিভিন্ন মন্দির, পূজা মণ্ডপ ও ধর্মীয় সংগঠনের উদ্যোগে সকাল থেকে দিনব্যাপী প্রার্থনা, নামকীর্তন ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়।
দিনের শুরুতে শহরের কেন্দ্রীয় জগন্নাথ মন্দির থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। লোকনৃত্য, ঢোল-করতাল আর শঙ্খধ্বনিতে মুখরিত র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে নারী-পুরুষসহ বিভিন্ন বয়সের ভক্তরা অংশ নেন। অনেক শিশু-কিশোরকে রাধাকৃষ্ণের সাজে দেখা যায়, যা র্যালির প্রধান আকর্ষণ হয়ে ওঠে।
এরপর মন্দির প্রাঙ্গণে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে বিশেষ পূজা ও গীতাপাঠের আয়োজন করা হয়। ভক্তদের জন্য প্রসাদ বিতরণ করা হয় এবং সন্ধ্যায় কৃষ্ণলীলা ভিত্তিক ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশন করা হয়।
স্থানীয় পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ জানান, জন্মাষ্টমী উপলক্ষে সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিন সকলের মধ্যে ধর্মীয় সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত পরিলক্ষিত হয় বলে তারা জানান।
এদিকে জন্মাষ্টমীর এই আয়োজনে অংশগ্রহণ করে মাগুরার হিন্দু সম্প্রদায়ের পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বীরাও শুভেচ্ছা বিনিময় করেন ও আনন্দ ভাগাভাগি করেন।


















