, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :

মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে অনলাইনের রেজাল্ট বিকৃতির ঘটনা : নকল সনদে অভিভাবক বিভ্রান্তি”

  • প্রকাশের সময় : ১১:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
  • ৬২৪ পড়া হয়েছে

 

 

মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে অনলাইনের রেজাল্ট বিকৃতির ঘটনা : নকল সনদে অভিভাবক  বিভ্রান্তি”

 

মাগুরা প্রতিনিধি,

 

আজ মঙ্গলবার ১৯শে আগস্ট ২০২৫ মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে (গভর্মেন্ট হাই স্কুল) অনাকাঙ্ক্ষিত এক ঘটনা ঘটেছে। বিদ্যালয়ের সদ্য  চালু করা ইন্টারনেট ভিত্তিক রেজাল্ট ব্যবস্থার সুযোগকে কাজে লাগিয়ে নবম শ্রেণির ৫ বিষয়ে  অকৃতকার্য এক ছাত্র মাগুরা নতুন বাজার এলাকার একটি কম্পিউটার দোকান থেকে রেজাল্ট কপি করে ৫টি বিষয় পাস দেখিয়ে তা পরিবারের কাছে পৌঁছে দেয়।

বিষয়টি জানাজানি হওয়ার পর সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছান এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা জাহিদুল ইসলামের কার্যালয়ে উপস্থিত হয়ে বিস্তারিত জানতে চান। এসময় প্রধান শিক্ষক জানান, “লটারি সিস্টেমের মাধ্যমে ভর্তি হওয়ায় সবসময় শতভাগ মেধাবী ও মনোনিবেশী শিক্ষার্থী পাচ্ছি না, যার কারণে মাঝে মাঝে আমাদের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। অনেক অভিভাবকরা শিক্ষাপ্রতিষ্ঠানে এসে জবাবদিহিতা চান, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অনেকেই বাড়িতে সন্তানের পড়ালেখার প্রতি খেয়াল রাখেন না।”

তিনি আরও বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটানোর জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি এবং স্কুলের আইনশৃঙ্খলা সঠিক পথে রাখার চেষ্টা অব্যাহত রয়েছে। তবে লটারি সিস্টেমে ভর্তি হওয়া বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের ভেবে দেখা উচিত। ভালো ও মন্দ একসঙ্গে থাকলে তা একে অপরের ওপর প্রভাব ফেলে।”

তবে ফলাফল জালের ঘটনায় প্রধান শিক্ষক জানান, “আমি মাত্রই ঘটনাটি জেনেছি এবং বিষয়টি জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাবো। আর যদি কোন প্রাপ্তবয়স্ক ব্যক্তি বা প্রতিষ্ঠান এই অসৎ কাজের সাথে সম্পৃক্ত থাকে, তাহলে তার বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

 

জনপ্রিয়

মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে অনলাইনের রেজাল্ট বিকৃতির ঘটনা : নকল সনদে অভিভাবক বিভ্রান্তি”

প্রকাশের সময় : ১১:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫

 

 

মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে অনলাইনের রেজাল্ট বিকৃতির ঘটনা : নকল সনদে অভিভাবক  বিভ্রান্তি”

 

মাগুরা প্রতিনিধি,

 

আজ মঙ্গলবার ১৯শে আগস্ট ২০২৫ মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে (গভর্মেন্ট হাই স্কুল) অনাকাঙ্ক্ষিত এক ঘটনা ঘটেছে। বিদ্যালয়ের সদ্য  চালু করা ইন্টারনেট ভিত্তিক রেজাল্ট ব্যবস্থার সুযোগকে কাজে লাগিয়ে নবম শ্রেণির ৫ বিষয়ে  অকৃতকার্য এক ছাত্র মাগুরা নতুন বাজার এলাকার একটি কম্পিউটার দোকান থেকে রেজাল্ট কপি করে ৫টি বিষয় পাস দেখিয়ে তা পরিবারের কাছে পৌঁছে দেয়।

বিষয়টি জানাজানি হওয়ার পর সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছান এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা জাহিদুল ইসলামের কার্যালয়ে উপস্থিত হয়ে বিস্তারিত জানতে চান। এসময় প্রধান শিক্ষক জানান, “লটারি সিস্টেমের মাধ্যমে ভর্তি হওয়ায় সবসময় শতভাগ মেধাবী ও মনোনিবেশী শিক্ষার্থী পাচ্ছি না, যার কারণে মাঝে মাঝে আমাদের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। অনেক অভিভাবকরা শিক্ষাপ্রতিষ্ঠানে এসে জবাবদিহিতা চান, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অনেকেই বাড়িতে সন্তানের পড়ালেখার প্রতি খেয়াল রাখেন না।”

তিনি আরও বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটানোর জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি এবং স্কুলের আইনশৃঙ্খলা সঠিক পথে রাখার চেষ্টা অব্যাহত রয়েছে। তবে লটারি সিস্টেমে ভর্তি হওয়া বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের ভেবে দেখা উচিত। ভালো ও মন্দ একসঙ্গে থাকলে তা একে অপরের ওপর প্রভাব ফেলে।”

তবে ফলাফল জালের ঘটনায় প্রধান শিক্ষক জানান, “আমি মাত্রই ঘটনাটি জেনেছি এবং বিষয়টি জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাবো। আর যদি কোন প্রাপ্তবয়স্ক ব্যক্তি বা প্রতিষ্ঠান এই অসৎ কাজের সাথে সম্পৃক্ত থাকে, তাহলে তার বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”