মাগুরা জেলা পুলিশের পদোন্নতি: এসআই হলেন মো. আব্দুল মোত্তালিব
মাগুরা প্রতিনিধি
মাগুরা জেলা পুলিশের এএসআই (নিঃ) মো. আব্দুল মোত্তালিব পদোন্নতি পেয়ে এসআই (নিঃ) পদে উন্নীত হয়েছেন। রবিবার (২৪ আগস্ট ২০২৫) সকালে পুলিশ সুপারের কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মিনা মাহমুদা তাকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. মিরাজুল ইসলাম, পিপিএম।
দীর্ঘদিন ধরে মাগুরায় নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে আসা মো. মোত্তালিবের কর্মনিষ্ঠার স্বীকৃতি হিসেবেই এ পদোন্নতি দেওয়া হয়েছে।
পদোন্নতি উপলক্ষে পুলিশ সুপার মিনা মাহমুদা বলেন, “পদোন্নতির মাধ্যমে দায়িত্ব ও কর্তব্য আরও বেড়ে যায়। সততা, পেশাদারিত্ব এবং জনবান্ধব আচরণের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করাই পুলিশের মূল লক্ষ্য।”
এ সময় নব-পদোন্নত এসআই মোত্তালিব অঙ্গীকার করেন, তিনি সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাবেন।