
মাগুরায় আইনজীবীদের মানববন্ধন
২০ শতাংশ আদালতের রাজস্ব বার কাউন্সিলে জমা দেওয়ার দাবি
মাগুরা প্রতিনিধি
বাংলাদেশের বিচারালয়ে মামলা পরিচালনা বাবদ আদায়কৃত সরকারি কোষাগারের মোট অর্থের ২০ শতাংশ বার কাউন্সিলে জমা দেওয়ার দাবিতে মাগুরায় আইনজীবীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১০টার দিকে মাগুরা জেলা জজ আদালতের সামনে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সমিতির অধিকাংশ সদস্য অংশ নেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মাহবুবুল আকবর কল্লোল। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহেদ হাসান টগর।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে আইনজীবীরা ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছেন। আদালতে মামলা পরিচালনার মাধ্যমে যে বিপুল অর্থ রাষ্ট্রের কোষাগারে জমা হয়, তার একটি অংশ আইনজীবীদের কল্যাণে বরাদ্দ দেওয়া অত্যন্ত জরুরি।
তারা আরও বলেন, অবিলম্বে বিচারালয়ের রাজস্ব আয়ের ২০ শতাংশ বার কাউন্সিলে জমা করা হলে আইনজীবীদের পেশাগত উন্নয়ন, কল্যাণ তহবিল শক্তিশালীকরণ ও ন্যায্য অধিকার নিশ্চিত হবে।
মানববন্ধন শেষে নেতৃবৃন্দ সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি প্রদানের ঘোষণা দেন।