জাতীয় অধ্যাপক ডা. মো. ইব্রাহীমের ৩৬তম মৃত্যুবার্ষিকীতে মাগুরায় স্মরণসভা ও দোয়া মাহফিল
মাগুরা প্রতিনিধি
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক ডা. মো. ইব্রাহীমের ৩৬তম মৃত্যুবার্ষিকী (সেবা দিবস) উপলক্ষে মাগুরায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টায় মাগুরা ডায়াবেটিক সমিতি পরিচালিত ডা. লুৎফর রহমান ডায়াবেটিক হাসপাতালের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. সিমীন আক্তার মজিদ (অঞ্জু)। সভাপতিত্ব করেন মাগুরা জেলা প্রশাসক ও মাগুরা ডায়াবেটিক সমিতির সভাপতি মো. অহিদুল ইসলাম। এ সময় স্থানীয় চিকিৎসক, ডায়াবেটিক সমিতির সদস্য, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, জাতীয় অধ্যাপক ডা. মো. ইব্রাহীম চিকিৎসা বিজ্ঞানের মাধ্যমে মানবসেবাকে জীবনের মূল ব্রত হিসেবে গ্রহণ করেছিলেন। দেশে ডায়াবেটিক চিকিৎসা ও সচেতনতা বিস্তারে তিনি ছিলেন অগ্রদূত। তাঁর উদ্যোগেই প্রতিষ্ঠিত বাংলাদেশ ডায়াবেটিক সমিতি আজ সারাদেশে মানুষের জন্য আশার আলো হয়ে দাঁড়িয়েছে।
বক্তারা আরও উল্লেখ করেন, চিকিৎসাক্ষেত্রে তাঁর অবদান যুগযুগ ধরে মানুষকে অনুপ্রাণিত করবে। বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে তাঁর নেওয়া পদক্ষেপ সমগ্র জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।
আলোচনা শেষে জাতীয় অধ্যাপক ডা. মো. ইব্রাহীমের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।