৮ সেপ্টেম্বর, ২০২৫
প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিঃসরণ, বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের সতর্ক নজরদারি অব্যাহত
টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানি বিপদসীমা অতিক্রম করায় আজ সোমবার তৃতীয়বারের মতো খুলে দেওয়া হয়েছে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের সব [১৬টি] জলকপাট।চলতি বর্ষা মৌসুমে এ নিয়ে তৃতীয়বারের মতো এমন সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ।
বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, আজ সোমবার দুপুর ২টা ৪৫ মিনিট থেকে প্রতিটি জলকপাট দিয়ে ৬ ইঞ্চি পরিমাণ করে পানি ছাড়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এতে করে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলী নদীতে প্রবাহিত হচ্ছে।
তিনি আরও বলেন, দুপুর ২টা ৩০ মিনিটে হ্রদের পানির স্তর ১০৮ দশমিক ৬৫ ফুট মীন সি লেভেল অতিক্রম করে। পরিস্থিতি সামাল দিতে দ্রুত পানি ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় আরও দুই দফায় একইভাবে জলকপাট খুলে পানি নিঃসরণ করা হয়েছিল। প্রশাসন জানিয়েছে, হ্রদ তীরবর্তী এলাকায় বসবাসকারীদের নিরাপদে সরে যেতে পরামর্শ দেওয়া হয়েছে এবং পরিস্থিতির ওপর নিয়মিত নজরদারি চলছে।