, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নির্বাচন ও সক্রিয় রাজনীতি থেকে চিরতরে অবসর নিলেন মাগুরা-২ আসনের সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল মাগুরায় নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নে মোবাইল কোর্ট, অর্থদণ্ড ও প্রচারণা সামগ্রী অপসারণ মাগুরা সদরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে মোবাইল কোর্ট, ৩ মামলায় ৭ হাজার টাকা জরিমানা মাগুরায় অবৈধ ইটভাটায় মোবাইল কোর্টের অভিযান, অর্থদণ্ড আদায় হোল্ডিং ট্যাক্সসহ বিভিন্ন কর বহুগুণ বৃদ্ধির প্রতিবাদে মাগুরা পৌর প্রশাসকের কাছে বণিক সমিতির স্মারকলিপি মাগুরা নাকোল বাজারে ভোক্তা অধিকার অভিযান: মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা মাগুরা মহম্মদপুরে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা, এক আসামি গ্রেপ্তার মাগুরায় নোংরা পরিবেশে দই-মিষ্টি উৎপাদন: মুসলিম সুইটসকে ৩৫ হাজার টাকা জরিমানা, ৩ দিনের জন্য কারখানা জানাজা যখন রাজনীতি বলে: মুজিব, জিয়া ও হাদির বিদায়ে রাষ্ট্র ও জনমানস মাগুরায় অগ্নিসংযোগের রহস্য উন্মোচন: প্রযুক্তিনির্ভর অভিযানে মাগুরায় তিনজন গ্রেপ্তার

মাগুরায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন

  • প্রকাশের সময় : ০৯:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৩৭২ পড়া হয়েছে

 

মাগুরায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন: “প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার” প্রতিপাদ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

 

মাগুরা প্রতিনিধি

 

“প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়।

৮ সেপ্টেম্বর ২০২৫সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। রঙিন ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে এতে অংশ নেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ নানা শ্রেণি-পেশার মানুষ। র‍্যালিটি শহরের ভায়নার মোড় প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।

র‍্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ ওহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শাশ্বতী শীল, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলমগীর হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দ।

সভায় বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তির এই যুগে সাক্ষরতার গুরুত্ব বহুগুণে বেড়েছে। শুধু লেখাপড়া জানা নয়, প্রযুক্তি ব্যবহারে দক্ষতা অর্জন করাও সাক্ষরতার মূল উপাদান হয়ে উঠেছে। নতুন প্রজন্মকে সময়োপযোগী শিক্ষা ও দক্ষতায় গড়ে তুলতে হবে।

জেলা প্রশাসক মোঃ ওহিদুল ইসলাম বলেন, “ডিজিটাল বাংলাদেশ গঠনে প্রযুক্তি নির্ভর শিক্ষা অপরিহার্য। প্রত্যেককে সাক্ষরতার আওতায় আনার পাশাপাশি তথ্যপ্রযুক্তি ব্যবহারেও দক্ষ করতে হবে। এ লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করছে।”

অনুষ্ঠানে শিক্ষকরা অভিভাবক ও সমাজের দায়িত্বের কথা তুলে ধরে সাক্ষরতার হার বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। শিক্ষার্থীরাও আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে জানায়, তারা প্রযুক্তিকে ইতিবাচকভাবে কাজে লাগিয়ে নিজেদের এগিয়ে নিতে চায়।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

নির্বাচন ও সক্রিয় রাজনীতি থেকে চিরতরে অবসর নিলেন মাগুরা-২ আসনের সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল

মাগুরায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন

প্রকাশের সময় : ০৯:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫

 

মাগুরায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন: “প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার” প্রতিপাদ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

 

মাগুরা প্রতিনিধি

 

“প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়।

৮ সেপ্টেম্বর ২০২৫সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। রঙিন ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে এতে অংশ নেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ নানা শ্রেণি-পেশার মানুষ। র‍্যালিটি শহরের ভায়নার মোড় প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।

র‍্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ ওহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শাশ্বতী শীল, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলমগীর হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দ।

সভায় বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তির এই যুগে সাক্ষরতার গুরুত্ব বহুগুণে বেড়েছে। শুধু লেখাপড়া জানা নয়, প্রযুক্তি ব্যবহারে দক্ষতা অর্জন করাও সাক্ষরতার মূল উপাদান হয়ে উঠেছে। নতুন প্রজন্মকে সময়োপযোগী শিক্ষা ও দক্ষতায় গড়ে তুলতে হবে।

জেলা প্রশাসক মোঃ ওহিদুল ইসলাম বলেন, “ডিজিটাল বাংলাদেশ গঠনে প্রযুক্তি নির্ভর শিক্ষা অপরিহার্য। প্রত্যেককে সাক্ষরতার আওতায় আনার পাশাপাশি তথ্যপ্রযুক্তি ব্যবহারেও দক্ষ করতে হবে। এ লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করছে।”

অনুষ্ঠানে শিক্ষকরা অভিভাবক ও সমাজের দায়িত্বের কথা তুলে ধরে সাক্ষরতার হার বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। শিক্ষার্থীরাও আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে জানায়, তারা প্রযুক্তিকে ইতিবাচকভাবে কাজে লাগিয়ে নিজেদের এগিয়ে নিতে চায়।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন।