মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির আন্দোলনরত ১১৪ জন কাজে ফেরেনি
মাগুরা প্রতিনিধি
পল্লী বিদ্যুৎ সমিতির বিভিন্ন জেলায় কর্মরত কর্মচারীরা চার দফা দাবি আদায়ে গণছুটি কর্মসূচি পালন করছেন। এরই অংশ হিসেবে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির ২৮৯ জন কর্মচারীর মধ্যে সোমবার পর্যন্ত ৭৫ জন কাজে যোগদান করলেও বাকি ১১৪ জন কর্মবিরতি অব্যাহত রেখেছেন।
আন্দোলনরত কর্মচারীরা জানান, গত বছরের জানুয়ারি থেকে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) শোষণ ও দুর্নীতির বিরুদ্ধে তারা আন্দোলন শুরু করেন। সর্বশেষ মে ও জুন মাসে শহীদ মিনারে ১৬ দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করা হলেও সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি। এ কারণে রবিবার থেকে নতুন করে গণছুটি কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
সংস্কার, চাকরিতে বৈষম্য দূরীকরণ ও হয়রানিমূলক পদক্ষেপ বন্ধসহ চার দফা দাবিতে তারা শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন বলে আন্দোলনকারীরা জানান।
এদিকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সোমবার বিকেল ৫টার মধ্যে কাজে যোগদানের নির্দেশ দেয়। নির্দেশের পর মাগুরার চার উপজেলা থেকে ৭৫ জন কাজে ফেরেন। তবে বাকি ১১৪ জন কর্মবিরতি অব্যাহত রেখেছেন।
মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির দায়িত্বপ্রাপ্ত জেনারেল ম্যানেজার এসএম শাহিন আহসান জানান, কাজে না ফেরাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।