মাগুরায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ
মাগুরা প্রতিনিধি
মাগুরা, ১৫ সেপ্টেম্বর ২০২৫
মাগুরার মহম্মদপুর উপজেলার চরপাচুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আব্দুল হান্নানের বিরুদ্ধে চতুর্থ ও পঞ্চম শ্রেণির কয়েকজন ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় সকালে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, দীর্ঘদিন ধরে ওই শিক্ষক ছাত্রীদের প্রতি অশোভন আচরণ করে আসছেন। অভিযোগ রয়েছে, তিনি ছাত্রীদের স্পর্শকাতর স্থানে হাত দিতেন, অশ্লীল ভিডিও দেখাতেন এবং নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তারা অবিলম্বে তার অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
শিক্ষার্থীদের লিখিত অভিযোগে বলা হয়, ধর্ম শিক্ষক হান্নান প্রায় প্রতিদিন তাদের সঙ্গে বাজে আচরণ করতেন। এর আগেও তিনি একই ধরনের অভিযোগে অন্য একটি বিদ্যালয় থেকে বদলি হয়েছিলেন। শিক্ষার্থীদের অভিযোগ—স্থানীয় প্রভাবশালী পরিবারের সদস্য হওয়ায় তিনি সবসময় শাস্তি এড়িয়ে যান।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারাও ক্ষোভ প্রকাশ করে জানান, আগের স্কুল থেকেও একই অভিযোগে তাকে সরানো হয়েছিল। তারা এবার কেবল বদলি নয়, বরং চাকরিচ্যুতি ও সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।
তবে অভিযুক্ত শিক্ষক হান্নান অভিযোগ অস্বীকার করে বলেন, “গ্রাম্য শত্রুতার কারণে আমাকে ফাঁসানো হচ্ছে। স্থানীয় একটি মহল ষড়যন্ত্র করছে।”
এ বিষয়ে মহম্মদপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার সাহা বলেন, “শিক্ষার্থীদের লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা: শাহীনুর আক্তার জানান, “ঘটনাটি গুরুতর। প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে দ্রুত তদন্তপূর্বক ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।”