মাগুরা শালিখায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান
বিসিআইসি সার ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা
মাগুরা প্রতিনিধি
আজ ১৬ই সেপ্টেম্বর ২০২৫, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয় কর্তৃক শালিখা উপজেলার শালিখা বাজার এলাকায় অভিযান পরিচালিত হয়।
বেলা ১১টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত চলা এ অভিযানে সার-কীটনাশক ডিলার, মুদিদোকানসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়।
অভিযানকালে মেসার্স শিকদার ট্রেডার্স নামক বিসিআইসি সার ডিলার প্রতিষ্ঠানে ভাউচার ও বিক্রয় রেজিস্ট্রারে নানা অনিয়ম পাওয়া যায়। গ্রাহক ও খুচরা ব্যবসায়ীদের নামে ভুয়া ভাউচার তৈরি করে রাখা হয়েছে প্রমাণিত হয়। এছাড়া বিক্রয় রেজিস্ট্রার ও ভাউচারে একাধিক গরমিল পাওয়া যায়।
এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো. বাবুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কার্যকলাপ না করার ব্যাপারে সতর্ক করা হয়।
পরবর্তীতে অন্যান্য দোকানও তদারকি করা হয়। ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনা, ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, মূল্যতালিকা প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণের বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সজল আহম্মেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. রবিউল ইসলাম এবং মাগুরা জেলা পুলিশের একটি টিম।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।