তেজগাঁওয়ে বিএসটিআই’র মোবাইল কোর্ট অভিযান
নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ১৬ সেপ্টেম্বর ২০২৫ :
রাজধানীর তেজগাঁও এলাকায় বিএসটিআই’র মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় বেশ কিছু প্রতিষ্ঠানের মোড়কজাত সনদ যাচাই করা হয়।
আজ মঙ্গলবার বিএসটিআই’র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব লুৎফুন্নেসা খানম এর নেতৃত্বে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে তেজকুনি পাড়ার এয়ারপোর্ট রোডে অবস্থিত অর্নেলা সুইটস এন্ড ডেইরী ফার্ম, ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার ও বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার এর উৎপাদিত মিষ্টি, দই ও বেকারি পণ্যের মোড়কজাত সনদ যাচাই করা হয়।
এ সময় অর্নেলা সুইটস এন্ড ডেইরী ফার্ম এর ৮টি পণ্যে বৈধ মোড়কজাত সনদ পাওয়া যায়। এজন্য প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জানানো হয়। তবে একটি পণ্যের সনদ না থাকায় দ্রুত সনদ গ্রহণের নির্দেশ প্রদান করা হয়। অপরদিকে ভাগ্যকূল ও বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারে কোনো সিএম বা মোড়কজাত সনদ পাওয়া যায়নি। তাই দ্রুত সনদ গ্রহণের নির্দেশ দেওয়া হয়।
অভিযানে বিএসটিআই’র প্রসিকিউটিং অফিসার হিসেবে উপস্থিত ছিলেন জনাব সুবহানা নওশিন, পরিদর্শক (মেট)। এছাড়া অংশ নেন জনাব নাফিম শাহরিয়ার, পরিদর্শক (মেট)।