ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণে মাগুরায় টাস্কফোর্স কমিটির সভা
মাগুরা প্রতিনিধি
মাগুরায় জেলা টাস্কফোর্স কমিটির উদ্যোগে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ বাস্তবায়ন বিষয়ক ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলামের সভাপতিত্বে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা বসে।
সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের ভারপ্রাপ্ত মহাপরিচালক মোঃ আকতার উজ জামান। এ সময় বিষয়ভিত্তিক উপস্থাপনা করেন মাগুরা সিভিল সার্জন কার্যালয়ের শিক্ষা স্বাস্থ্য কর্মকর্তা জিল্লুর রহমান।
সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শ্বাশতী শীল, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. আফজাল হোসেন, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সম্পাদক শফিকুল ইসলাম শফিক, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলমগীর কবীর, জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মাহবুবর রহমান, জেলা তথ্য কর্মকর্তা পাভেল দাসসহ উপজেলা শিক্ষা কর্মকর্তারা।
উপস্থাপিত প্রতিবেদনে জানানো হয়, ধূমপানের কারণে প্রতিবছর বিশ্বে প্রায় ৮০ লাখ মানুষ প্রাণ হারাচ্ছে, যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক অধূমপায়ী। উদ্বেগজনক তথ্য অনুযায়ী, প্রতিদিন ৮০ হাজার থেকে ১ লাখ কিশোর নতুন করে ধূমপানে আসক্ত হচ্ছে এবং প্রতিদিন গড়ে ৫৭ হাজার মানুষের মৃত্যু ঘটছে তামাক সংশ্লিষ্ট রোগে।
সভায় বক্তারা ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণে সচেতনতা বাড়ানো এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের উপর বিশেষ গুরুত্বারোপ করেন।