মাগুরায় সর্প দংশন প্রতিকার বিষয়ক সেমিনার
মাগুরা প্রতিনিধি
মাগুরায় জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে “সর্প দংশনে: ওঝা ও বিজ্ঞানের আলোকে প্রতিকার” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সেমিনারে জেলার চারটি উপজেলার বিভিন্ন গ্রাম থেকে প্রায় ৮০ জন ওঝা অংশগ্রহণ করেন।
সেমিনারে বক্তারা বলেন, প্রকৃত সাপ চিনতে না পারা এবং চিকিৎসার জন্য হাসপাতালে না গিয়ে ওঝাদের শরণাপন্ন হওয়ার কারণে প্রতিবছর বহু মানুষ অকাল মৃত্যুর শিকার হচ্ছেন। ঝাড়ফুঁকের কারণে অনেক সময় রোগীকে হাসপাতালে নেওয়ার মতো সুযোগও নষ্ট হয়ে যায়। অথচ দ্রুত হাসপাতালে নিলে সাপে কাটা রোগীর জীবন রক্ষা করা সম্ভব। তাই ওঝাদের প্রতি আহ্বান জানানো হয়, বিষধর সাপের কামড়ের ঘটনায় দেরি না করে রোগীকে অবিলম্বে হাসপাতালে পাঠানোর জন্য। একই সঙ্গে অযথা সাপ হত্যা থেকে বিরত থাকার পরামর্শও দেন বক্তারা, কারণ সাপ পরিবেশের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি কৃষি উৎপাদন ও মানুষের জীবন রক্ষায়ও ভূমিকা রাখে।
উপস্থাপিত পরিসংখ্যানে জানানো হয়, বাংলাদেশে প্রতিবছর প্রায় ৪ লাখ মানুষ সাপের কামড়ে আক্রান্ত হয়, যার মধ্যে ৭ হাজার ৫০০ জনের মৃত্যু ঘটে। এছাড়া প্রায় ১৯ হাজার গবাদি পশু সাপে কাটা আক্রান্ত হয়, যার মধ্যে ২ হাজার ৫০০ মারা যায়। হাঁস-মুরগির ক্ষেত্রে এ সংখ্যা প্রায় ৪০ হাজার।
এ বছর মাগুরা হাসপাতালে সাপে কাটা ১৮০ জন রোগী চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে দেরিতে হাসপাতালে পৌঁছানোর কারণে ৩ জনের মৃত্যু হয়েছে, বাকিরা চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম, মাগুরা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রধান ডা. দেবাশীষ বিশ্বাস, মেডিসিন বিশেষজ্ঞ ডা. মেহেদী হাসান উপস্থিত ছিলেন। সেমিনারে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বন্যপ্রাণী ও পরিবেশ বিশেষজ্ঞ এবং অশোকা ফেলো (USA) মোঃ আবু সাইদ।