
মাগুরার শ্রীকোল বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা
মাগুরা প্রতিনিধি:
আজ বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের উদ্যোগে শ্রীপুর উপজেলার শ্রীকোল বাজার এলাকায় অভিযান পরিচালিত হয়েছে। সকাল ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত চলা এ অভিযানে ফার্মেসি, মুদিদোকানসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়।
অভিযানে মেসার্স বিশ্বাস ড্রাগ হাউজ নামের একটি ফার্মেসি থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ জব্দ করা হয়। এছাড়া কমার্শিয়াল প্যাকেটে স্যাম্পল ওষুধ লুকিয়ে বিক্রি এবং নতুন ওষুধের প্যাকেটে পুরোনো মেয়াদোত্তীর্ণ ওষুধ মিশিয়ে রাখার প্রমাণ মেলে। এ অপরাধে ফার্মেসির মালিক মো. দীপক বিশ্বাসকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ও ৫১ ধারায় ২০,০০০ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তাকে ভবিষ্যতে এ ধরনের আইনবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
এ অভিযানে মোট একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে অন্যান্য দোকান ও প্রতিষ্ঠান তদারকি করা হয় এবং সবাইকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, মূল্যতালিকা প্রদর্শন ও ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়। এছাড়া বাজারে কেউ যাতে অযৌক্তিকভাবে পণ্যের দাম বৃদ্ধি না করে সে বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. রবিউল ইসলাম এবং মাগুরা জেলা পুলিশের একটি টিম।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।











