
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে মাগুরায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
মাগুরা প্রতিনিধি
বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উপলক্ষে মাগুরায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।
র্যালিতে অংশ নেন জেলা শিক্ষা অফিসার মোঃ আলমগীর কবিরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দ। পরে জেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। তিনি বলেন, “শিক্ষক সমাজ জাতি গঠনের কারিগর। তাদের নিষ্ঠা, প্রজ্ঞা ও আদর্শচর্চার মাধ্যমেই গড়ে ওঠে আলোকিত প্রজন্ম।”
আলোচনা সভায় বক্তারা শিক্ষক সমাজের অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং শিক্ষার মানোন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।











