মাগুরায় “ডিসি কাপ টেনিস টুর্নামেন্ট–২০২৫” এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
মাগুরা প্রতিনিধি:
“তারুণ্যের উৎসব ২০২৫” উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা টেনিস ক্লাব, মাগুরার আয়োজনে তিন দিনব্যাপী “ডিসি কাপ টেনিস টুর্নামেন্ট–২০২৫” এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ অক্টোবর ২০২৫) বিকেলে মাগুরা ইনডোর স্টেডিয়াম সংলগ্ন টেনিস কোর্টে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও মাগুরা টেনিস ক্লাবের সভাপতি জনাব মোঃ অহিদুল ইসলাম।

প্রতিযোগিতায় মাগুরা জেলা দল চ্যাম্পিয়ন এবং কুষ্টিয়া জেলা দল রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল খেলা শেষে জেলা প্রশাসক বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন।
সমাপনী বক্তৃতায় প্রধান অতিথি বলেন, “খেলাধুলা তরুণ সমাজকে সৃজনশীলতা ও ইতিবাচক চিন্তার পথে এগিয়ে নেয়। এ ধরনের আয়োজন শুধু ক্রীড়াক্ষেত্র নয়, সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থা, জেলা টেনিস ক্লাবের কর্মকর্তা-কর্মচারী, খেলোয়াড়, সাংবাদিক এবং ক্রীড়াপ্রেমী দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।