মাগুরায় পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণ কোর্স পরিদর্শন করেন খুলনা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি
মাগুরা প্রতিনিধি :
নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে কনস্টেবল হতে ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ সদস্যদের জন্য ৩ দিনব্যাপী দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণ কোর্স (১ম ব্যাচ) শুরু হয়েছে। কোর্সটি ৫ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দ তারিখে মাগুরায় শুরু হয়।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী সদস্যদের নির্বাচনকালীন সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ভোটাধিকার সুরক্ষা এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালন সংক্রান্ত বাস্তবভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
উক্ত প্রশিক্ষণ কোর্সের ১ম ব্যাচের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন জনাব শেখ জয়নুদ্দীন, পিপিএম-সেবা, অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস), রেঞ্জ ডিআইজির কার্যালয়, খুলনা।

পরিদর্শনকালে অ্যাডিশনাল ডিআইজি মহোদয় প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বাচনকালীন দায়িত্ব যথাযথভাবে ও নিরপেক্ষভাবে পালনের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন জনাব শাহ্ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মাগুরা; জনাব মোঃ মিরাজুল ইসলাম, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), মাগুরা; জনাব নিশাত আল নাহিয়ান, সহকারী পুলিশ সুপার (শালিখা সার্কেল), মাগুরা; এবং জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।