মাগুরায় র্যাব-৬ এর অভিযানে প্রায় ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
এইচ.এন. কামরুল ইসলাম, মাগুরা
মাগুরা জেলার সদর উপজেলায় বিশেষ অভিযানে ৯ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৬ এর সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি চৌকস দল।
র্যাব সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতিমালা বাস্তবায়নে র্যাব নিয়মিতভাবে সারাদেশে মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় সোমবার (৭ অক্টোবর ২০২৫) সকালে মাগুরা সদর উপজেলার বিএডিসি অফিসের সামনে ঢাকা-মাগুরা মহাসড়কে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তারা হলেন মাগুরা সদর উপজেলার রূপাটি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মোঃ নাসির (৩৫) সদর উপজেলার জগদাল ঠাকুরভিটার মোঃ খলিলুর রহমানের ছেলে মোঃ ইমান উদ্দিন (৩২) র্যাব জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে মোট ৯ কেজি ৬০০ গ্রাম গাঁজা এবং একটি ব্যাটারিচালিত অটোভ্যান উদ্ধার করা হয়, যা মাদক পরিবহনে ব্যবহৃত হচ্ছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও যানবাহন জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে র্যাব জানায়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে মাগুরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
অভিযানটি নেতৃত্ব দেন মেজর মোঃ নাঈম আহমেদ, কোম্পানি কমান্ডার, সিপিসি-২, ঝিনাইদহ, র্যাব-৬, খুলনা এবং তার সঙ্গে ফোর্সের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।