সারা দেশের মতো মাগুরায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন
মাগুরা প্রতিনিধি
সারা দেশের ন্যায় মাগুরায়ও শুরু হয়েছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫। আজ১২ অক্টোবর ২০২৫ সকাল ৯টা ৩০ মিনিটে মাগুরা পিটিআই স্কুল মাঠ প্রাঙ্গণে জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিকাদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

এই কর্মসূচির আওতায় আগামী ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত (সরকারি ছুটির দিন ব্যতীত) জেলার বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে টিকা প্রদান করা হবে। পরবর্তীতে ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত কমিউনিটি পর্যায়ে, গ্রামাঞ্চল ও নগরাঞ্চলে নিয়মিত টিকাদান কেন্দ্রে টিকা দেওয়া হবে।
মাগুরা জেলায় মোট ২,৩০১টি টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মধ্যে— পৌর এলাকায় ১৬৩টি, সদর উপজেলায় ৭০৩টি, মোহাম্মদপুরে ৫৭৪টি, শালিকায় ৪১৩টি এবং শ্রীপুর উপজেলায় ৪৪৮টি কেন্দ্রের মাধ্যমে মোট ২,৪৭,৮৭৬ জনকে টাইফয়েড টিকা দেওয়া হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিনা মাহমুদা, বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, মাগুরা। ক্যাম্পেইনের সভাপতিত্ব করেন ডা. মো. শামীম কবির, সিভিল সার্জন, মাগুরা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক অহিদুল ইসলাম বলেন, “প্রতিবছর প্রায় আট হাজার মানুষ টাইফয়েডে আক্রান্ত হয়ে মারা যায়। তাই কোন ধরনের গুজবে কান না দিয়ে সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানাচ্ছি। নিজেদের ও সন্তানদের সুস্বাস্থ্যের জন্য এই টিকা গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি ক্যাম্পেইনের শতভাগ সফলতা নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, টাইফয়েড টিকাদান কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে জেলা তথ্য অফিস, ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), শিক্ষক এবং গণমাধ্যমকর্মীদের সহযোগিতায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় প্রচারণা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি, নাগরিকরা সহজেই www.vaxepi.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে নিবন্ধন করে টিকা গ্রহণ করতে পারবেন।