
মাগুরায় পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত
মাগুরা প্রতিনিধি:
বাংলাদেশ পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা–২০২৫ এর অংশ হিসেবে মাগুরা জেলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে কনস্টেবল-নায়েক থেকে সহকারী উপপরিদর্শক (এএসআই–নিরস্ত্র) এবং এএসআই (নিরস্ত্র) থেকে উপপরিদর্শক (এসআই–নিরস্ত্র) পদে পদোন্নতি প্রত্যাশীদের প্যারেড, চাকরির খতিয়ান বিশ্লেষণ ও সাক্ষাৎকার পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ অক্টোবর) সকালে অনুষ্ঠিত এ পরীক্ষার পরিচালনা বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত থেকে প্যারেড মূল্যায়ন, চাকরির খতিয়ান পর্যালোচনা ও সাক্ষাৎকার গ্রহণ করেন মাগুরার পুলিশ সুপার মিনা মাহমুদা, বিপিএম, পিপিএম। তিনি পরীক্ষার্থীদের শৃঙ্খলা, কর্মদক্ষতা ও সততা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান।
পরীক্ষা বোর্ডের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মাগুরা মো. মিরাজুল ইসলাম, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (কোটচাঁদপুর সার্কেল), ঝিনাইদহ মো. মুন্না বিশ্বাস; এবং মাগুরা পুলিশ লাইন্সের আরআই মো. আমিনুর রশিদ।
বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পুলিশ সদস্য প্যারেডে অংশ নেন এবং নির্ধারিত নিয়মে সাক্ষাৎকার বোর্ডের সামনে নিজেদের যোগ্যতা ও অভিজ্ঞতার প্রমাণ উপস্থাপন করেন।











