মাগুরায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে নকল শিশু খাদ্য, দুই ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা
মাগুরা প্রতিনিধি:
মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে নকল, ভেজাল ও নিম্নমানের শিশু খাদ্য বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে জেলা শহরের জামরুলতলা এলাকায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ।
অভিযানকালে মেসার্স ভাই ভাই স্টোরে নকল ও নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অপরাধে দোকান মালিক বিপুল সরদারকে ৩০ হাজার টাকা এবং মামুন স্টোরের মালিককে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ভবিষ্যতে এ ধরনের আইনবিরোধী কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।
অভিযানে মোট দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।