মহম্মদপুরে হিন্দু সম্প্রদায়ের তিন হাজার মানুষের বিএনপিতে যোগদান।
শামিম মৃধা, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি:
মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের আটপাড়া সম্মলিত মরাবিলা মহাশ্মশান ও শ্রী সীতা পাগলের আশ্রম প্রাঙ্গণে হিন্দু সম্প্রদায়ের এক মতবিনিময় ও যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় তিন হাজার হিন্দু ধর্মাবলম্বী বিএনপিতে যোগদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, নিতাই রায় চৌধুরী।
তিনি বলেন,
“ফ্যাসিবাদের আমলে গত ১৭ বছর ধরে বাংলাদেশের মানুষ ভোটাধীকার থেকে বঞ্চিত। আগামী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে ধানের শীষে ভোট দেবে—আমি সে বিশ্বাসই করি।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মাগুরা জেলা বিএনপি; অ্যাডভোকেট রোকনুজ্জামান, যুগ্ম আহ্বায়ক মাগুরা জেলা বিএনপি; এবং অধ্যক্ষ মৌমুর আলী মৃধা, সাবেক আহ্বায়ক মাগুরা জেলা বিএনপি।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাবুখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দ হাফিজুর রহমান বাকি মিয়া, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আটপাড়া সীতা পাগল আশ্রমের সভাপতি অজিৎ কুমার বিশ্বাস।
স্থানীয় নেতারা বলেন, নিতাই রায় চৌধুরীর নেতৃত্বে এলাকায় বিএনপির অবস্থান আরও শক্তিশালী হয়েছে এবং হিন্দু সম্প্রদায়ের এই যোগদান আসন্ন নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।