নোমানী ময়দানে উদ্বোধন হলো ‘মাগুরা প্রথম বিভাগ কাবাডি লীগ ২০২৫’
মাগুরা প্রতিনিধি:
মাগুরা শহরের ঐতিহ্যবাহী নোমানী ময়দানে শনিবার সন্ধ্যা ৭টায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হয়েছে ‘মাগুরা প্রথম বিভাগ কাবাডি লীগ ২০২৫’। জাতীয় খেলা কাবাডির বিকাশ ও জনপ্রিয়তা বৃদ্ধির লক্ষ্যে এ আয়োজন করেছে মাগুরা জেলা ক্রীড়া সংস্থা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প সচিব ও মাগুরার কৃতি সন্তান মোঃ ওবায়দুর রহমান। তিনি বলেন, “কাবাডি বাংলাদেশের জাতীয় খেলা। জেলা পর্যায়ে এমন উদ্যোগ তরুণ খেলোয়াড় গড়ে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মাগুরা ক্রীড়ায় উজ্জ্বল ঐতিহ্য বহন করে, এই আয়োজন সেই ধারাবাহিকতারই প্রতিফলন।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিনা মাহমুদা। তিনি বলেন, “খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি শৃঙ্খলা ও মানসিক শক্তির প্রতীক। তরুণ সমাজকে সঠিক পথে রাখতে ক্রীড়া চর্চার বিকল্প নেই।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক মোঃ অহিদুল ইসলাম। তিনি বলেন, “মাগুরার তরুণ খেলোয়াড়দের জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যেই এই লীগের আয়োজন। এ আয়োজনকে সফল করতে যারা সহযোগিতা করেছেন, জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে তাঁদের আন্তরিক ধন্যবাদ জানাই।”
লীগের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন ডা. সিমিন মজিদ আখতার (অঞ্জু)। তিনি বলেন, “আমার বাবা মেজর জেনারেল (অব.) এম. মজিদ-উল হক মাগুরার উন্নয়ন ও তরুণ প্রজন্মের বিকাশে সারাজীবন কাজ করেছেন। তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে আমিও ক্রীড়া অঙ্গনে পাশে থাকতে চাই।”
ডা. সিমিন মজিদ আখতার বিএনপির প্রতিষ্ঠাকালীন স্থায়ী কমিটির সদস্য, মাগুরার সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী মেজর জেনারেল (অব.) এম. মজিদ-উল হকের কন্যা। তিনি বর্তমানে প্রাভা হেলথকেয়ারের চিফ মেডিক্যাল অফিসার, সার্ক উইমেন্স অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট, রেডক্রস থাইল্যান্ড ডিপ্লোমেটিক কমিটির সাবেক প্রেসিডেন্ট এবং জোন্টা ইন্টারন্যাশনাল বৃহত্তর ঢাকা ক্লাবের প্রেসিডেন্ট।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব বি. এম. সাজিন ইসরাত।
অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল কাদের, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুকুজ্জামান, আলমগীর হোসেন, আমিনুর রহমান খান পিকুল এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাসিবুল হাসান।
উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় চাউলিয়া স্পোর্টস একাডেমি ও মাগুরা কাবাডি ক্লাব। উত্তেজনাপূর্ণ ম্যাচে মাগুরা কাবাডি ক্লাব ৪১–২৬ পয়েন্টে জয় লাভ করে।
আয়োজকরা জানান, মোট ৮টি ক্লাব এই লীগে অংশ নিচ্ছে, যা মাগুরার ক্রীড়া ইতিহাসে নতুন দিগন্ত উন্মোচন করবে।