নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্তির অপচেষ্টার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন
এ কে এম মাজেদুল আলম। মাগুরা
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্তির অপচেষ্টার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে মাগুরা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে জেলা নার্সিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর স্বাস্থ্যসেবা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। এই অধিদপ্তর বিলুপ্ত করা হলে নার্সিং পেশার মান ও মর্যাদা ক্ষুণ্ন হবে এবং স্বাস্থ্যখাতে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তারা অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।
বক্তারা আরও বলেন, “নার্সদের অধিকার ও পেশাগত মর্যাদা রক্ষায় আমরা শেষ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।”