মাগুরায় পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, মাগুরা:
পেঁয়াজের দাম বৃদ্ধি সংক্রান্ত একটি আলোচনা সভা ১০ নভেম্বর (সোমবার) সকালে মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম।
সভায় বাজারে পেঁয়াজের সরবরাহ, পাইকারি ও খুচরা পর্যায়ের মূল্য, আমদানির পরিস্থিতি এবং ভোক্তাদের স্বার্থ রক্ষার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
জেলা প্রশাসক বাজার তদারকি কার্যক্রম জোরদারকরণ, মজুতদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং ন্যায্যমূল্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি, কৃষি বিপণন কর্মকর্তা, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।