
পি আর বাস্তবায়ন হতেই হবে মহম্মদপুরের জনসভায় এম বি বাকের।
ইমরোজুল ইসলাম, মহম্মদপুর,মাগুরা।
মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার সদর ইউনিয়ন জামায়াতে ইসলামী’র উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ নভেম্বর) বিকাল ৩টায় মহম্মদপুর বাসস্ট্যান্ডে এ জনসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী এম বি বাকের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু। সভার সভাপতিত্ব করেন মহম্মদপুর সদর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা হুসাইন আহমেদ কাবুল।
প্রধান অতিথি এম বি বাকের তার বক্তব্যে বলেন, “আগামী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হবে।”
সভায় বক্তারা বলেন, দেশের বর্তমান সংকট নিরসনে ইসলামী নেতৃত্বই একমাত্র সমাধান। তারা সংগঠনের নীতি-আদর্শ ছড়িয়ে দিতে এবং ভোটারদের সচেতন করতে মাঠ পর্যায়ে কাজ করার আহ্বান জানান।
সভা শেষে আগামীকাল আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচির বিরুদ্ধে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি মহম্মদপুর বাসস্ট্যান্ড এলাকা প্রদক্ষিণ করে শেষ হয়।
বিপুল সংখ্যক স্থানীয় নেতাকর্মী, ধর্মপ্রাণ মানুষ ও সাধারণ জনগণের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

প্রকাশক ও সম্পাদক,এ কে এম মাজেদুল আলম (ইভান) 








