
ডেস্ক রিপোর্ট:
গ্রাম আদালত কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে মাগুরা জেলায় অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর ২০২৫) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং করণীয়” শীর্ষক এ সভা আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, জেলা প্রশাসক, মাগুরা। সভায় সভাপতিত্ব করেন ইমতিয়াজ হোসেন, উপপরিচালক, স্থানীয় সরকার, মাগুরা।
সভায় গ্রাম আদালতের চলমান কার্যক্রমের সার্বিক অগ্রগতি উপস্থাপন করা হয়। এছাড়া সাধারণ জনগণের দোরগোড়ায় দ্রুত ও কার্যকর বিচারসেবা পৌঁছে দেওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। প্রধান অতিথি তাঁর বক্তব্যে গ্রাম আদালতকে আরও গতিশীল, জবাবদিহিমূলক ও জনবান্ধব করে তুলতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং গ্রাম আদালত সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।