
মাগুরায় স্বাস্থ্য বিভাগের নভেম্বর মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
মাগুরা প্রতিনিধি:
মাগুরার জেলা প্রশাসনের কনফারেন্স রুমে জেলা স্বাস্থ্য বিভাগের নভেম্বর ২০২৫ মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন মাগুরার সম্মানিত সিভিল সার্জন ডা. শামীম কবির।
সভায় উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বিভাগীয় কো-অর্ডিনেটর, ২৫০ শয্যা বিশিষ্ট মাগুরা জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক, জেলার চার উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাবৃন্দ, বক্ষব্যাধি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত কনসালট্যান্টসহ বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্যসেবা প্রদানকারী কর্মকর্তারা।
সভায় জানানো হয়, স্বাস্থ্য অধিদপ্তরের “HSS Scoring” মূল্যায়নে মাগুরা জেলা বর্তমানে সারাদেশে জেলা পর্যায়ে ২য় অবস্থানে রয়েছে। এছাড়াও সদ্য সমাপ্ত টিসিভি ক্যাম্পেইন-২০২৫ এ খুলনা বিভাগের মধ্যে মাগুরা জেলা শীর্ষস্থান অর্জন করেছে।
সভা শেষে টিসিভি ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন করায় সিভিল সার্জন ডা. শামীম কবির, জেলার চার উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাবৃন্দ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্ভিল্যান্স ও ইম্যুনাইজেশন মেডিকেল অফিসারদের স্বাস্থ্য সহকারীদের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

প্রকাশক ও সম্পাদক,এ কে এম মাজেদুল আলম (ইভান) 















