
জাতীয় ও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে মাগুরায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মো; মইনুর রহমান (পলিন) মাগুরা
৩ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার জাতীয় ও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন, মাগুরার উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়। সকাল ১০:১৫ মিনিটে কালেক্টরেট প্রাঙ্গন থেকে বের হওয়া বর্ণাঢ্য র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। র্যালিতে অংশ নেন সরকারি কর্মকর্তা, প্রতিবন্ধী ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং নানা শ্রেণি–পেশার মানুষ।
পরে সকাল ১০:৩০ মিনিটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ। সভায় সভাপতিত্ব করেন মাগুরা জেলার প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিশ্চিত করা শুধু আইনের বিষয় নয়; এটি আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব।” তিনি সমাজের সর্বস্তরের মানুষকে প্রতিবন্ধীবান্ধব পরিবেশ গড়ে তুলতে এগিয়ে আসার আহ্বান জানান। জেলা প্রশাসন প্রতিবন্ধী শিক্ষা, প্রশিক্ষণ, কর্মসংস্থান ও পুনর্বাসন কার্যক্রম আরও শক্তিশালী করার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন।
আলোচনা সভায় বক্তারা প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণ নিশ্চিতকরণ, সামাজিক অন্তর্ভুক্তি, সেবা–সুবিধা বৃদ্ধি এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেন।
দিবসটি উপলক্ষে আয়োজিত এসব কর্মসূচি মাগুরায় প্রতিবন্ধী অধিকার প্রতিষ্ঠার প্রচেষ্টাকে আরও বেগবান করবে বলে আশা করেন সংশ্লিষ্টরা।

প্রকাশক ও সম্পাদক,এ কে এম মাজেদুল আলম (ইভান) 














