মহম্মদপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল
মো: ইমরোজুল ইসলাম, মহম্মদপুর (মাগুরা)
মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার ঘুল্লিয়ায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি আয়োজন করেন বিনোদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি।
আজ ৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার সন্ধ্যায় ঘুল্লিয়া বিএনপির মোড়ে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।
প্রধান অতিথি মাগুরা-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন, “দেশনায়ক বেগম খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করেছেন। আমরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করছি।”
অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ সোহেল রানা, জেলা যুবদলের নেতা ও শহীদ জিয়া পরিষদ কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক। আলোচনা সভার শেষে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।