, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নির্বাচন ও সক্রিয় রাজনীতি থেকে চিরতরে অবসর নিলেন মাগুরা-২ আসনের সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল মাগুরায় নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নে মোবাইল কোর্ট, অর্থদণ্ড ও প্রচারণা সামগ্রী অপসারণ মাগুরা সদরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে মোবাইল কোর্ট, ৩ মামলায় ৭ হাজার টাকা জরিমানা মাগুরায় অবৈধ ইটভাটায় মোবাইল কোর্টের অভিযান, অর্থদণ্ড আদায় হোল্ডিং ট্যাক্সসহ বিভিন্ন কর বহুগুণ বৃদ্ধির প্রতিবাদে মাগুরা পৌর প্রশাসকের কাছে বণিক সমিতির স্মারকলিপি মাগুরা নাকোল বাজারে ভোক্তা অধিকার অভিযান: মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা মাগুরা মহম্মদপুরে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা, এক আসামি গ্রেপ্তার মাগুরায় নোংরা পরিবেশে দই-মিষ্টি উৎপাদন: মুসলিম সুইটসকে ৩৫ হাজার টাকা জরিমানা, ৩ দিনের জন্য কারখানা জানাজা যখন রাজনীতি বলে: মুজিব, জিয়া ও হাদির বিদায়ে রাষ্ট্র ও জনমানস মাগুরায় অগ্নিসংযোগের রহস্য উন্মোচন: প্রযুক্তিনির্ভর অভিযানে মাগুরায় তিনজন গ্রেপ্তার

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে ফেরার পথে মাগুরা–১ আসনের স্বতন্ত্র প্রার্থী কুতুবুল্লাহ হোসেন কুটি আটক

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে ফেরার পথে মাগুরা–১ আসনের স্বতন্ত্র প্রার্থী কুতুবুল্লাহ হোসেন কুটি আটক

 

মাগুরা প্রতিনিধি :

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা–১ সংসদীয় আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও শ্রীপুর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি কুতুবুল্লাহ হোসেন কুটি মিয়াকে মনোনয়ন ফরম সংগ্রহ শেষে ফেরার পথে পুলিশ আটক করেছে।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে মাগুরা জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন কুতুবুল্লাহ হোসেন কুটি। ফরম সংগ্রহ শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। পরে নিজ নির্বাচনী এলাকা শ্রীপুরে ফেরার পথে মাগুরা শহরের নতুন বাজার এলাকায় তার গাড়ির গতিরোধ করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

প্রত্যক্ষদর্শী ও তার এক সহকারী মিটুল হোসেন জানান, ডিবির একটি দল পুলিশ সুপারের সঙ্গে আলোচনা আছে—এমন কথা বলে কুটি মিয়াকে তাদের গাড়িতে তুলে নিয়ে পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যায়। তাৎক্ষণিকভাবে আটকের সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি।

এ বিষয়ে মাগুরার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, কুতুবুল্লাহ হোসেন মিয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত একটি মামলার তদন্তপ্রাপ্ত আসামি। তাকে দীর্ঘদিন ধরে খোঁজা হচ্ছিল। তিনি স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী—এ তথ্য পুলিশের জানা ছিল না।

উল্লেখ্য, কুতুবুল্লাহ হোসেন কুটি মিয়া একসময় শ্রীপুর উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন। বর্তমানে তিনি আওয়ামী লীগের কোনো সাংগঠনিক পদে নেই। তিনি শ্রীপুর উপজেলার শ্রীখোল ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

মনোনয়ন বিতরণের প্রথম দিনেই একজন স্বতন্ত্র প্রার্থীকে আটক করার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।

এদিকে সোমবার দিনব্যাপী জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং অফিসার মো. আব্দুল্লাহ আল মাহমুদের কাছ থেকে মোট চারজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে মাগুরা–১ আসনের স্বতন্ত্র প্রার্থী কুতুবুল্লাহ হোসেন কুটি ছাড়াও মাগুরা–২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এবং মাগুরা–১ ও মাগুরা–২ আসনের জামায়াতে ইসলামীর দুইজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

জনপ্রিয়

নির্বাচন ও সক্রিয় রাজনীতি থেকে চিরতরে অবসর নিলেন মাগুরা-২ আসনের সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে ফেরার পথে মাগুরা–১ আসনের স্বতন্ত্র প্রার্থী কুতুবুল্লাহ হোসেন কুটি আটক

প্রকাশের সময় : ০৪:৫০ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে ফেরার পথে মাগুরা–১ আসনের স্বতন্ত্র প্রার্থী কুতুবুল্লাহ হোসেন কুটি আটক

 

মাগুরা প্রতিনিধি :

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা–১ সংসদীয় আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও শ্রীপুর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি কুতুবুল্লাহ হোসেন কুটি মিয়াকে মনোনয়ন ফরম সংগ্রহ শেষে ফেরার পথে পুলিশ আটক করেছে।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে মাগুরা জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন কুতুবুল্লাহ হোসেন কুটি। ফরম সংগ্রহ শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। পরে নিজ নির্বাচনী এলাকা শ্রীপুরে ফেরার পথে মাগুরা শহরের নতুন বাজার এলাকায় তার গাড়ির গতিরোধ করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

প্রত্যক্ষদর্শী ও তার এক সহকারী মিটুল হোসেন জানান, ডিবির একটি দল পুলিশ সুপারের সঙ্গে আলোচনা আছে—এমন কথা বলে কুটি মিয়াকে তাদের গাড়িতে তুলে নিয়ে পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যায়। তাৎক্ষণিকভাবে আটকের সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি।

এ বিষয়ে মাগুরার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, কুতুবুল্লাহ হোসেন মিয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত একটি মামলার তদন্তপ্রাপ্ত আসামি। তাকে দীর্ঘদিন ধরে খোঁজা হচ্ছিল। তিনি স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী—এ তথ্য পুলিশের জানা ছিল না।

উল্লেখ্য, কুতুবুল্লাহ হোসেন কুটি মিয়া একসময় শ্রীপুর উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন। বর্তমানে তিনি আওয়ামী লীগের কোনো সাংগঠনিক পদে নেই। তিনি শ্রীপুর উপজেলার শ্রীখোল ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

মনোনয়ন বিতরণের প্রথম দিনেই একজন স্বতন্ত্র প্রার্থীকে আটক করার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।

এদিকে সোমবার দিনব্যাপী জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং অফিসার মো. আব্দুল্লাহ আল মাহমুদের কাছ থেকে মোট চারজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে মাগুরা–১ আসনের স্বতন্ত্র প্রার্থী কুতুবুল্লাহ হোসেন কুটি ছাড়াও মাগুরা–২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এবং মাগুরা–১ ও মাগুরা–২ আসনের জামায়াতে ইসলামীর দুইজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।