
মহান বিজয় দিবস উপলক্ষে মাগুরা রিপোর্টার্স ইউনিটির নানা কর্মসূচি
মাগুরা প্রতিনিধি :
মহান বিজয় দিবস উপলক্ষে মাগুরা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে জেলার সকল থানার সদস্যদের অংশগ্রহণে শহীদদের স্মরণে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
এর অংশ হিসেবে ১৬ ডিসেম্বর মাগুরা জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এইচ এন কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির–এর নেতৃত্বে জেলা কমিটির একটি প্রতিনিধি দল মোহাম্মদপুর রিপোর্টার্স ইউনিটির সঙ্গে কুশল বিনিময় ও তাদের কার্যক্রম পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মোহাম্মদপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাচ্চু, মোহাম্মদপুর বণিক সমিতির সভাপতি জনাব বিল্লাহ, ধোয়াইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক তারা মিয়াসহ উপজেলার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় সাংবাদিকদের ঐক্য, পেশাগত দায়িত্ব ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিয়ে আলোচনা হয়। পরিদর্শন শেষে মোহাম্মদপুর উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এস এম আজগার আলী ও সাধারণ সম্পাদক শামীম মৃধা আন্তরিকতা ও সৌহার্দ্যের মধ্য দিয়ে মাগুরা জেলা কমিটিকে বিদায় জানান।