বিজয় দিবসকে ঘিরে মাগুরা-২ আসনে মোয়াজ্জেম হোসেনের র্যালি ও নির্বাচনী ঘোষণা
ইমরোজুল ইসলাম, মোহাম্মদপুর, মাগুরা
মহান বিজয় দিবস উপলক্ষে মাগুরা-২ আসনে এক বর্ণাঢ্য বিজয় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার আনুষ্ঠানিক ঘোষণা দেন মোয়াজ্জেম হোসেন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে মহম্মদপুর উপজেলার আমিনুর রহমান কলেজ মাঠ থেকে বিজয় র্যালিটি শুরু হয়ে মহম্মদপুর বাজার প্রদক্ষিণ করে শহীদ আহাদ চত্বরে গিয়ে শেষ হয়। র্যালি শেষে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, তরুণ সমাজসহ রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মহান মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার আদর্শে অনুপ্রাণিত স্লোগানে পুরো কর্মসূচি উৎসবমুখর হয়ে ওঠে।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মোয়াজ্জেম হোসেন বলেন,
“আমি একজন তরুণ হিসেবে মানুষের কল্যাণে কাজ করতে চাই। আপনারা আমাকে সুযোগ দিলে মহম্মদপুর, শালিখা ও মাগুরা সদরের চারটি ইউনিয়নের সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবো।”
তিনি আরও বলেন, শিক্ষা, কর্মসংস্থান সৃষ্টি, অবকাঠামো উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠাই হবে তার অগ্রাধিকার। সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন,
“আপনারাই আমার শক্তি ও অনুপ্রেরণা। সবাই ঐক্যবদ্ধ হলে উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে।”
উল্লেখ্য, মোয়াজ্জেম হোসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি সাবেক ক্রীড়া ও স্থানীয় সরকার সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টার সহকারী একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করে প্রশাসনিক অভিজ্ঞতা অর্জন করেছেন। তার রাজনৈতিক ও প্রশাসনিক অভিজ্ঞতাকে এলাকাবাসী ইতিবাচক হিসেবে দেখছেন।
আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং একটি উন্নয়নমুখী, জনবান্ধব ও বৈষম্যহীন মাগুরা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।