খুলনায় প্রকাশ্যে গুলি করে সাংবাদিক মিলনকে হত্যা, আহত পশু চিকিৎসক
খুলনা মহানগরীর আড়ংঘাটা থানাধীন সালুয়া বাজারে দুর্বৃত্তদের গুলিতে সাংবাদিক এমদাদুল হক মিলন নিহত হয়েছেন। একই ঘটনায় এক পশু চিকিৎসক গুলিবিদ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে সালুয়া বাজারের একটি চায়ের দোকানে বসে থাকার সময় দুটি মোটরসাইকেলে করে আসা চারজন অস্ত্রধারী সন্ত্রাসী খুব কাছ থেকে সাংবাদিক মিলনকে লক্ষ্য করে পরপর গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত এমদাদুল হক মিলন একজন পেশাদার সাংবাদিক ছিলেন। পাশাপাশি তিনি সালুয়া বাজার উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। তিনি সালুয়া বাজার এলাকার মো. বজলুর রহমানের ছেলে।
এ ঘটনায় দেবাশীষ বিশ্বাস নামে এক পশু চিকিৎসক গুলিবিদ্ধ হন। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর সালুয়া বাজার ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে র্যাব-৬ ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার তদন্ত শুরু করেছে এবং হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
সাংবাদিক মহলের পক্ষ থেকে এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানানো হয়েছে এবং দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।