


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: মাগুরা-১ ও ২ আসনে মনোনয়ন ফরম সংগ্রহে ব্যস্ত প্রার্থীরা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাগুরা জেলার দুটি সংসদীয় আসন—মাগুরা-১ ও মাগুরা-২—এ নির্বাচনী তৎপরতা ক্রমেই জোরালো হচ্ছে। এরই ধারাবাহিকতায় বিএনপি, গণ অধিকার পরিষদ এবং স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
বৃহস্পতিবার ১৮ই ডিসেম্বর দুপুর সাড়ে ১২টায় মাগুরা জেলা রিটার্নিং অফিসার কার্যালয় থেকে সংশ্লিষ্ট প্রার্থীদের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ প্রার্থীদের প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম তুলে দেন।
মাগুরা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান এবং মাগুরা পৌরসভার সভাপতি মাসুদ হাসান খান কিজিল। এ সময় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
অন্যদিকে মাগুরা-২ আসনে সাবেক বিএনপি সংসদ সদস্য কাজি সালিমুল হক কামালের পক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন সাবেক মোহাম্মদপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম আজম সাবু। তার সঙ্গে বিএনপির একটি পক্ষের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
এছাড়া গণ অধিকার পরিষদের পক্ষ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন ডা. খলিলুর রহমান। তার হাতে মনোনয়ন ফরম তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের।
মনোনয়ন ফরম সংগ্রহের মধ্য দিয়ে মাগুরা জেলার নির্বাচনী মাঠে আনুষ্ঠানিক প্রচারণার প্রস্তুতি আরও স্পষ্ট হয়ে উঠেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

প্রকাশক ও সম্পাদক : এ কে এম মাজেদুল আলম (ইভান) 















