, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নির্বাচন ও সক্রিয় রাজনীতি থেকে চিরতরে অবসর নিলেন মাগুরা-২ আসনের সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল মাগুরায় নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নে মোবাইল কোর্ট, অর্থদণ্ড ও প্রচারণা সামগ্রী অপসারণ মাগুরা সদরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে মোবাইল কোর্ট, ৩ মামলায় ৭ হাজার টাকা জরিমানা মাগুরায় অবৈধ ইটভাটায় মোবাইল কোর্টের অভিযান, অর্থদণ্ড আদায় হোল্ডিং ট্যাক্সসহ বিভিন্ন কর বহুগুণ বৃদ্ধির প্রতিবাদে মাগুরা পৌর প্রশাসকের কাছে বণিক সমিতির স্মারকলিপি মাগুরা নাকোল বাজারে ভোক্তা অধিকার অভিযান: মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা মাগুরা মহম্মদপুরে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা, এক আসামি গ্রেপ্তার মাগুরায় নোংরা পরিবেশে দই-মিষ্টি উৎপাদন: মুসলিম সুইটসকে ৩৫ হাজার টাকা জরিমানা, ৩ দিনের জন্য কারখানা জানাজা যখন রাজনীতি বলে: মুজিব, জিয়া ও হাদির বিদায়ে রাষ্ট্র ও জনমানস মাগুরায় অগ্নিসংযোগের রহস্য উন্মোচন: প্রযুক্তিনির্ভর অভিযানে মাগুরায় তিনজন গ্রেপ্তার

মাগুরায় অগ্নিসংযোগের রহস্য উন্মোচন: প্রযুক্তিনির্ভর অভিযানে মাগুরায় তিনজন গ্রেপ্তার

অগ্নিসংযোগের রহস্য উন্মোচন: প্রযুক্তিনির্ভর অভিযানে মাগুরায় তিনজন গ্রেপ্তার

 

মাগুরা প্রতিনিধি:

 

মাগুরা সদর ভূমি অফিস ও জেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ে সংঘটিত অগ্নিসংযোগের ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে মাগুরা জেলা পুলিশ। তথ্যপ্রযুক্তি ও সাইবার বিশ্লেষণের মাধ্যমে পরিচালিত বিশেষ অভিযানে ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ৬ ডিসেম্বর গভীর রাতে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা মাগুরা জেলা ভূমি অফিস ও সাব-রেজিস্ট্রি অফিসে অগ্নিসংযোগ করে। এতে সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা ও মূল্যবান নথিপত্র ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় জেলাজুড়ে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার পরপরই পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশে জেলা পুলিশের একাধিক টিম মাঠে নামে। তদন্তের অংশ হিসেবে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, ডিজিটাল ট্র্যাকিং এবং ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামত পর্যালোচনা করা হয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোরে সদর থানা পুলিশ ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের যৌথ অভিযানে শহরের নিজনান্দুয়ালী এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মোঃ রবিন শেখ (১৯) ও মোঃ রায়হান শেখ (২৩), উভয়ের পিতা ইমরান শেখ। তাদের বাড়ি মাগুরা সদর উপজেলার নিজনান্দুয়ালী এলাকায়। অপর গ্রেপ্তারকৃত হাসিবুল (২০), পিতা মোঃ শাহিস হাসান। তিনি বর্তমানে মাগুরা শহরের নোমানী ময়দানের পশ্চিম পাশে ভাড়াটিয়া হিসেবে বসবাস করলেও তার স্থায়ী ঠিকানা জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলা।

অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে— একটি সংঘবদ্ধ দুষ্কৃতিকারী চক্র পরিকল্পিতভাবে মাগুরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগ করে জনমনে আতঙ্ক সৃষ্টি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল।

মাগুরা জেলা পুলিশ আরও জানায়, জনগণের জানমাল ও সরকারি সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং মামলার তদন্ত চলমান রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।

প্রযুক্তিনির্ভর ও দ্রুত অভিযানের মাধ্যমে অপরাধ দমনে মাগুরা জেলা পুলিশের তৎপরতা আবারও প্রমাণ করলো— আইনশৃঙ্খলা রক্ষায় তারা আপসহীন ও সক্রিয়।

জনপ্রিয়

নির্বাচন ও সক্রিয় রাজনীতি থেকে চিরতরে অবসর নিলেন মাগুরা-২ আসনের সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল

মাগুরায় অগ্নিসংযোগের রহস্য উন্মোচন: প্রযুক্তিনির্ভর অভিযানে মাগুরায় তিনজন গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

অগ্নিসংযোগের রহস্য উন্মোচন: প্রযুক্তিনির্ভর অভিযানে মাগুরায় তিনজন গ্রেপ্তার

 

মাগুরা প্রতিনিধি:

 

মাগুরা সদর ভূমি অফিস ও জেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ে সংঘটিত অগ্নিসংযোগের ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে মাগুরা জেলা পুলিশ। তথ্যপ্রযুক্তি ও সাইবার বিশ্লেষণের মাধ্যমে পরিচালিত বিশেষ অভিযানে ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ৬ ডিসেম্বর গভীর রাতে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা মাগুরা জেলা ভূমি অফিস ও সাব-রেজিস্ট্রি অফিসে অগ্নিসংযোগ করে। এতে সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা ও মূল্যবান নথিপত্র ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় জেলাজুড়ে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার পরপরই পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশে জেলা পুলিশের একাধিক টিম মাঠে নামে। তদন্তের অংশ হিসেবে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, ডিজিটাল ট্র্যাকিং এবং ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামত পর্যালোচনা করা হয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোরে সদর থানা পুলিশ ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের যৌথ অভিযানে শহরের নিজনান্দুয়ালী এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মোঃ রবিন শেখ (১৯) ও মোঃ রায়হান শেখ (২৩), উভয়ের পিতা ইমরান শেখ। তাদের বাড়ি মাগুরা সদর উপজেলার নিজনান্দুয়ালী এলাকায়। অপর গ্রেপ্তারকৃত হাসিবুল (২০), পিতা মোঃ শাহিস হাসান। তিনি বর্তমানে মাগুরা শহরের নোমানী ময়দানের পশ্চিম পাশে ভাড়াটিয়া হিসেবে বসবাস করলেও তার স্থায়ী ঠিকানা জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলা।

অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে— একটি সংঘবদ্ধ দুষ্কৃতিকারী চক্র পরিকল্পিতভাবে মাগুরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগ করে জনমনে আতঙ্ক সৃষ্টি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল।

মাগুরা জেলা পুলিশ আরও জানায়, জনগণের জানমাল ও সরকারি সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং মামলার তদন্ত চলমান রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।

প্রযুক্তিনির্ভর ও দ্রুত অভিযানের মাধ্যমে অপরাধ দমনে মাগুরা জেলা পুলিশের তৎপরতা আবারও প্রমাণ করলো— আইনশৃঙ্খলা রক্ষায় তারা আপসহীন ও সক্রিয়।