মাগুরায় নোংরা পরিবেশে দই-মিষ্টি উৎপাদন: মুসলিম সুইটসকে ৩৫ হাজার জরিমানা, ৩ দিনের জন্য কারখানা বন্ধ
মাগুরা প্রতিনিধিঃ
ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষায় মাগুরা সদর উপজেলায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (২১ ডিসেম্বর, ২০২৫) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত সদর উপজেলার ঢাকা রোড চাউলিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে দই-মিষ্টি, বিরিয়ানি, হোটেল ও মুদি দোকানসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়। এ সময় মেসার্স মুসলিম সুইটস নামক প্রতিষ্ঠানে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকির চিত্র উঠে আসে।
তদারকিতে দেখা যায়, অত্যন্ত স্যাতসেঁতে, নোংরা ও দুর্গন্ধযুক্ত পরিবেশে অস্বাস্থ্যকরভাবে দই-মিষ্টি ও অন্যান্য খাদ্যদ্রব্য প্রস্তুত করা হচ্ছে। কর্মচারীদের কোনো স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। নোংরা মেঝে ও র্যাকে খোলা অবস্থায় খাবার রাখা হয়েছে, যেখানে তেলাপোকা, মাছি, মশা, মাকড়সার অংশ ও মানুষের চুল পাওয়া যায়। এছাড়া খাবারে মানবদেহের জন্য ক্ষতিকর হাইড্রোজসহ বিভিন্ন রাসায়নিক দ্রব্য মেশানোর অভিযোগও পাওয়া যায়।
এর আগে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পক্ষ থেকে বৈঠক ও সতর্কতা দেওয়া হলেও প্রতিষ্ঠানটির পরিবেশ ও কার্যক্রমে কোনো উন্নতি হয়নি বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ ঘটনায় অস্বাস্থ্যকরভাবে দই-মিষ্টি উৎপাদন ও বিক্রয়ের দায়ে প্রতিষ্ঠানটির মালিক মো. আমিরুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪২ ও ৪৩ ধারায় ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি কারখানাটি ৩ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয় এবং অস্বাস্থ্যকরভাবে সংরক্ষিত ও প্রস্তুতকৃত খাদ্যদ্রব্য তাৎক্ষণিকভাবে নষ্ট করে ফেলা হয়।
অভিযানে মোট একটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার বিরোধী অপরাধে জরিমানা করা হয়। পরে অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করে ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনা, ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, মূল্যতালিকা প্রদর্শন ও ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমন অধিকারী এবং মাগুরা জেলা পুলিশের একটি টিম।
কর্তৃপক্ষ জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।